যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি মঙ্গলবার আইনপ্রণেতাদের ভোটে পদচ্যুত হয়েছেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কংগ্রেসের কোনো স্পিকারকে ভোটের মাধ্যমে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটল।
ভোটাভুটিতে কেভিন ম্যাকার্থির বিপক্ষে গিয়েছেন প্রতিনিধি পরিষদের ২১৬ জন সদস্য। তাঁদের মধ্যে ২০৮ জন ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের। বাকি আটজন ম্যাকার্থির নিজ দল রিপাবলিকান পার্টির সদস্য। অপরদিকে তাঁর পক্ষে ভোট দিয়েছেন পরিষদের ২১০ জন আইনপ্রণেতা।
এর আগে সোমবার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডানপন্থী রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ কেভিন ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব উত্থাপন করেন। তিনি ম্যাকার্থিবিরোধী হিসেবেও পরিচিত। তাঁর অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের খরচ কমাতে যতটা করা উচিত, তা করছেন না নিম্নকক্ষের স্পিকার।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আরও ৪৫ দিনের জন্য চালু রাখা ও শাটডাউন এড়াতে একেবারে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে তহবিল বিল পাসের পর থেকে কেভিন ম্যাকার্থি বেশ আলোচনায় ছিলেন। গত শনিবার কংগ্রেসের উভয় কক্ষে স্টপগ্যাপ তহবিল বিলটি পাস হয়।
এই তহবিল বিল আগামী নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত সরকারি অর্থায়ন বজায় থাকার নিশ্চয়তা দিয়েছে। তবে তাতে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তা রাখা হয়নি। এর পরপরই রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ জানান, তিনি স্পিকার কেভিন ম্যাকার্থিকে অপসারণের উদ্যোগ নেবেন।
ম্যাকার্থির পর অন্তর্বর্তীকালীন স্পিকার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রিপাবলিকান দলের আরেক আইনপ্রণেতা প্যাট্রিক ম্যাকহেনরিকে। এদিকে প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার কে হচ্ছেন, তা এখনো পরিষ্কার নয়। সম্ভাব্য প্রার্থী হিসেবে তালিকায় নাম রয়েছে রিপাবলিকান নেতা স্টিভ স্ক্যালিস ও টম ইমারের নাম। তবে এ নিয়ে জনসম্মুখে তাঁরা আগ্রহ প্রকাশ করেননি।