বাংলাদেশে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সৌজন্য সাক্ষাৎ করেছে গণঅধিকার পরিষদ।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকার মার্কিন দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এবং বিকেল ৩টা ৩০ মিনিটে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেন তারা।
বৈঠকে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। এ সময় তার সঙ্গে ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য অ্যাড. মো. খালিদ হোসেন।
এ সময় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টেয়ার্ট উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিকাল সাড়ে ৩টায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ে আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এ সময় আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান উপস্থিত ছিলেন।