মারা গেছেন কিংবদন্তি ফ্যাশন আইকন জর্জিও আরমানি

0
10
জর্জিও আরমানি

কিংবদন্তি ফ্যাশন আইকন জর্জিও আরমানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজ বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশ্বখ্যাত এই ইতালীয় ডিজাইনার। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সীমাহীন দুঃখের সঙ্গে তার মৃত্যুসংবাদ জানিয়েছে তার প্রতিষ্ঠিত ফ্যাশন হাউস আরমানি। সপ্তাহখানেক বাদেই মিলান ফ্যাশন উইকে প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন করতে যাচ্ছিল কোম্পানিটি।

শোক জানিয়ে কোম্পানির একজন মুখপাত্র বলেন, বিশাল শূন্যতা অনুভব করছি আমরা। জর্জিও আরমানি আমাদের এই পরিবারকে প্রতিষ্ঠা করেছিলেন এবং আবেগ ও নিষ্ঠার সঙ্গে আমাদের লালন-পালন করেছিলেন।

জর্জিও মৃত্যুর আগ পর্যন্ত আরমানি ফ্যাশন হাউসের সিইও ছিলেন। সৃজনশীল এই পরিচালক তার শেষ সাক্ষাৎকারে বলেছিলেন, আমার সবচেয়ে বড় দুর্বলতা হল আমি সবকিছুর নিয়ন্ত্রণে আছি।

আধুনিক ইতালীয় স্টাইল এবং মার্জিত রুচির সমার্থক ছিলেন আরমানি। ডিজাইনারের প্রতিভা এবং একজন ব্যবসায়ীর বুদ্ধিমত্তাকে একত্রিত করেছিলেন তিনি। অর্ধশত বছর আগে, সৃজনশীল এই ব্যক্তিত্ব এমন এক কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন, যার আয় বছরে প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ইউরো।

‘রে জর্জিও’ বা ‘কিং জর্জিও’ নামে পরিচিত এই কিংবদন্তি ডিজাইনার তার সংগ্রহের প্রতিটি বিবরণ এবং তার ব্যবসার প্রতিটি দিক তদারকি করার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। বিজ্ঞাপন থেকে শুরু করে রানওয়েতে যাওয়ার সময় মডেলদের চুল ঠিক করা পর্যন্ত খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়ে তার হাতের ছোঁয়া থাকতো।

বহু ধনী এবং বিখ্যাতদের জন্য পোশাক বানিয়েছেন আরমানি। তার সুদর্শন কালো টাই পোশাক এবং ঝলমলে সান্ধ্যকালীন গাউন প্রায়শই পুরষ্কারের মঞ্চে লাল গালিচায় শো কেড়ে নিত।

১০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের এক সাম্রাজ্য গড়ে গেছেন আরমানি, যা বিশ্বের শীর্ষ ২০০ বিলিয়নিয়ারের তালিকায় স্থান দিয়েছে তাকে। পোশাকের পাশাপাশি আনুষাঙ্গিক আরও ব্যবসার সঙ্গে নিজের নাম জড়িয়েছেন আরমানি, যার মধ্যে আছে গৃহসজ্জা, সুগন্ধি, প্রসাধনী, বই, ফুল এমনকি চকলেটও।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.