মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে এক শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেফতার

0
8
মানিকগঞ্জ থানা

মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৪ ) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম আমান উল্লাহ।

পুলিশ জানায়, গত ৭ মার্চ সন্ধ্যায় পরিবারের সঙ্গে মানিকগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে আসে শিশুটি। এসময় তার এক আত্মীয়ের ধর্ষণের শিকার হয়। পরে অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি টের পান এবং টাঙ্গাইলের একটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি ভিকটিম সাপোর্ট সেন্টারে আছে বলে জানা গেছে।

ঘটনা জানার পর টাঙ্গাইলের সংবাদমাধ্যম কর্মীরা শিশুটির মায়ের সঙ্গে যোগাযোগ করলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি। বিষয়টি মীমাংসার চেষ্টা চালান স্থানীয় একটি পক্ষ। খবর পেয়ে মঙ্গলবার রাতেই মানিকগঞ্জের গ্রামের বাড়ি থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.