মাদারীপুরের কালকিনি উপজেলায় সাপের কামড়ে আলী আকবর (৫০) নামের এক ওঝার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কয়ারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলী আকবর দীর্ঘদিন ধরে ওঝা হিসেবে কাজ করতেন। এলাকার মানুষকে সাপে কামড় দিলে তিনি ঝাড়ফুঁক করতেন। গতকাল শুক্রবার দুপুরে আলী আকবরের হাতে তাঁর বাড়িতে থাকা বিষধর সাপ হঠাৎ কামড় দেয়। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কয়ারিয়া ইউনিয়নের আওয়ামী লীগের নেতা আবু তাহের খান বলেন, ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলী আকবর ওঝা। নিজের পোষা বিষধর সাপের কামড়ে তিনি মারা গেছেন। তাঁর হাতে সাপের কামড়ের চিহ্ন দেখা গেছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, বিষধর সাপের কামড়ে এক ওঝা মারা গেছেন বলে তিনি শুনেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।