সিনেমা নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুদান পেয়েছেন অভিনেত্রী শামীমা তুষ্টি। নাম ‘মাটির রাজকুমার’। এটির সহ-প্রযোজকও তিনি। পরিচালনা করবেন রুবেল শঙ্কর। বর্তমানে চলছে এ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ।
এটি নিয়েই ব্যস্ত আছেন তুষ্টি। বলেছেন, ‘এখন প্রি-প্রোডাকশনের কাজ নিয়ে আমি ভীষণ ব্যস্ত। গল্পের কাজও শেষ। এর পরপরই শুরু করব শিল্পী নির্বাচনের কাজ। যেহেতু এটি মূলত শিশুতোষ চলচ্চিত্র, তাই বেশিরভাগই হবে শিশুশিল্পী। আর মাটির রাজকুমার-নাম ভূমিকায় যার অভিনয় করার কথা সে বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একটা অনুমতির ব্যাপার আছে। তাই আপাতত আমাকে কিছুদিন অপেক্ষাও করতে হচ্ছে। আশা করছি সবকিছু মিলিয়ে এটি হবে দর্শকের ভালোলাগার মতো একটি সিনেমা। আমার পুরো টিম মানসিকভাবে প্রস্তুত। এখন শুধু আগামী ডিসেম্বরের অপেক্ষায়।’
এদিকে বর্তমানে এ অভিনেত্রী নতুন দুটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। একটি গোলাম সোহরাব দোদুলের ‘মিলন হবে কতোদিন’ ও অন্যটি আল হাজেনের ‘দাদাজান’।