ওপার বাংলার সংগীতশিল্পী ও অভিনেত্রী মোনালি ঠাকুর। মহামারি করোানাভাইরাসের সময়ই বাবা গায়ক-অভিনেতা শক্তি ঠাকুরকে হারিয়েছেন। এবার মৃত্যু পথযাত্রায় তার মা। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন মোনালির মা। আর এই কঠিন পরিস্থিতিতে দুঃসাহিসিক সিদ্ধান্ত নিলেন গায়িকা মোনালি।
বৃহস্পতিবার (১৬ মে) এপার বাংলায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত একটি কনসার্টে অংশ নেন গায়িকা মোনালি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। আয়োজকদের সঙ্গে আগে থেকেই চুক্তি সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানটি বাদ দিতে পারেননি এ গায়িকা।অভিনেত্রী মোনালি ঠাকুর
মাকে কলকাতায় রেখে এসেই অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রোতামহলে মুগ্ধতা ছড়ালেন মোনালি। কাঁপা কণ্ঠে মাকে স্মরণ করে বিশ্বকবী রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ‘তুমি রবে নীরবে, হৃদয়ে মম’ পরিবেশন করেন তিনি। আর সোশ্যাল মিডিয়ায় তারই একটি দৃশ্য ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, এ পরিস্থিতিতে মোনালির গান করায় তার পেশাদারিত্ব নিয়ে ইতিবাচক কথা বলছেন শ্রোতা ও নেটিজেনরা। একই সঙ্গে গায়িকার মা’র প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অনেকে।
এ গায়িকা সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লেখেন, এই কঠিন পরিস্তিতি কীভাবে লড়াই করতে হয়, তা কেন শেখাওনি তুমি। অসহায় লাগছে, কী করব বুঝতেই পারছি না। মা তুমি শান্তিতে থেকো। তোমাকে ছাড়া জীবনটা আমার কীভাবে চলবে, কোথায় রয়ে গেলাম মা আমি। এখন কী করব? আমার মা, আমার শিকড়, আমার সব তুমি।
অভিনয়, সহজাত আবেগ ও পর্দায় রোমান্টিক অনুভূতির জন্য তিনি আজও ভক্তদের মনে অমর। চলচ্চিত্রে সমান জনপ্রিয়তা ধরে রাখা, নতুন ধারা সৃষ্টি করা—সব মিলিয়ে সালমান...
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের নিচের দিকের দল বলে জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচ নিয়ে বাকি ক্রিকেট দুনিয়ার আগ্রহ কমই। তবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত একমাত্র টেস্টটি জিম্বাবুয়ের...
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) পদে জয়ের পথে ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ আর জিএস (সাধারণ...