নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি

0
82

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর নিজ শহর পাবনায় চার দিনের সফর শেষে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ফিরেছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বহনকারী বিমানবাহিনীর একটি ভিভিআইপি হেলিকপ্টার দুপুর সাড়ে ১২টায় রাজধানীতে পৌঁছায়।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে পাবনা স্টেডিয়াম হেলিপ্যাড থেকে হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিদায় জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা।

রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রেবেকা সুলতানা। এ ছাড়া ছিলেন রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান।

১৫ মে রাষ্ট্রপ্রধান তাঁর নিজ শহর পাবনায় গিয়েছিলেন। গত ২৪ এপ্রিল তিনি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতির হিসেবে শপথ নেওয়ার পর নিজ শহর পাবনায় এটা ছিল তাঁর প্রথম সফর। সফরকালে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি পাবনায় বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে কয়েকটি মতবিনিময় সভাসহ কিছু কর্মসূচিতে অংশ নেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.