মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষিকা মাহফুজার মৃত্যু

0
7

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্নে চিকিৎসাধীন মাহফুজা (৪৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১২টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

চিকিৎসকরা জানিয়েছেন, শিক্ষিকা মাহফুজার (৪৫) শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দুপুর পৌনে ১টার দিকে শিক্ষিকা মাহফুজা মারা গেছেন। এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্নে ১৯ জন মারা গেছেন। বর্তমানে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন এবং ১৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার এই স্কুলটির একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের এক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।

এই দুর্ঘটনায় সবশেষ ৩৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। শিক্ষিকা মাহফুজার মৃত্যুর ফলে সংখ্যাটি ৩৫-এ দাঁড়াবে। এ দুর্ঘটনায় দেড় শতাধিক মানুষ আহত হয়েছে। হতাহতদের মধ্যে অধিকাংশই শিশু।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.