মহিলাদের নাভি নিয়ে মাতামাতি, অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্য

0
15
অভিনেত্রী মালবিকা মোহনন

বিভিন্ন সময় কাস্টিং কাউচ নিয়ে অনেকে অভিনেত্রীদের কথা বলতে শোনা গেছে। অনেকেই শেয়ার করেছেন তাদের নানা ভয়ংকর অভিজ্ঞতার কথা। দক্ষিণী চলচ্চিত্রের অন্ধকার দিক নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন কয়েকজন অভিনেত্রী। এবার এ বিষয়ে নিয়ে কথা বলেছেন অভিনেত্রী মালবিকা মোহনন।

দক্ষিণের ছবির জগতে মহিলাদের চেহারার গড়ন নিয়ে কিছু বদ্ধমূল ধারণা রয়েছে। বিশেষ করে ভারী চেহারার অভিনেত্রীরাই এই জগতে অগ্রাধিকার পান। তার সঙ্গে দক্ষিণের ছবিতে মহিলাদের নাভি প্রদর্শনের দিকে বেশি জোর দেওয়া হয় বলে জানিয়েছেন অভিনেত্রী মালবিকা মোহনন।

অভিনেত্রী মালবিকা মোহনন

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালবিকা মোহনন বলেন, প্রত্যেক ইন্ডাস্ট্রিতেই মহিলাদের চেহারার গড়ন নিয়ে কিছু ভিন্ন ধারণা রয়েছে। সামান্য ওজন বৃদ্ধির পরে আমি যদি মুম্বাই যাই, আমার সহকারী বলবেন, তোমার ওজন কি বাড়িয়ে ফেলেছ? শরীরচর্চা করছ না? কিন্তু চেন্নাইয়ে উল্টো অভিজ্ঞতা হয়।

অভিনেত্রীর কথায়, একদম টানটান অ্যাবস নিয়ে চেন্নাই গেলে, আমাকে বলা হবে, তুমি তো সব মেদ ঝরিয়ে ফেলেছ। সেই লাবণ্য নেই। নারীদের দেহের গড়ন নিয়ে সব সময়ে মন্তব্য করা হয়। এক এক সময়ে আমি নিজেই সংশয়ে থাকি। এখন আমি এমন জায়গায় পৌঁছেছি, আমার মনে হয় সুস্থ থাকাই সবচেয়ে প্রয়োজন।

অভিনেত্রী মালবিকা মোহনন

দক্ষিণী ছবির জগতে মহিলাদের নাভি নিয়ে মাতামাতি বেশি। মালবিকার ভাষ্য, আমি আগে খুবই সন্দেহের মধ্যে থাকতাম। আমি মুম্বাইয়ে বড় হয়েছি। তাই আমার জন্য এই নাভি নিয়ে মাতামাতির বিষয়টা সম্পূর্ণ নতুন।

কটাক্ষের কথা উল্লেখ করে তিনি বলেন, তারপরে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে নায়িকাদের ছবি ‘জুম’ করে নাভি দেখা হয়। নাভি নিয়ে সত্যিই ওদের মাতামাতি রয়েছে। আমি খুব রোগা ছিলাম বলে আমাকে কটাক্ষের শিকার হতে হয়।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.