প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশ থেকে ভোট দিয়েছেন ৪ মার্কিন নভোচারী। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আগাম ভোট দিয়েছেন এসব নভোচারী। বুধবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, অ্যাস্ট্রোনাটদের মধ্যে রয়েছেন নভোচারী বুচ উইলমোর, সানি উইলিয়ামস। টেক্সাসের হ্যারিস কাউন্টি ক্লার্ক অব কোর্টের অফিস।
নাসার নভোচারীরা মার্কিন পতাকার রঙের মোজা পরে ইনস্টাগ্রামে নিজেদের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দুই নভোচারীর মোজায় লেখা ছিল, ‘আমেরিকান হিসেবে গর্বিত।’ টেক্সাসের হ্যারিস কাউন্টিতে আগাম ভোট দেওয়া ১২ লাখের বেশি মানুষের মধ্যে তারাও রয়েছেন।
মহাকাশে ডেটা পাঠানোর মতোই মিশন কন্ট্রোল থেকে স্পেস স্টেশনে ব্যালট পাঠানো হয়। পরে আবার তা ফেরত আসে। গত ১৩ সেপ্টেম্বর স্পেস স্টেশন থেকে এক সংবাদ সম্মেলনে নভোচারী সানি উইলিয়ামস বলেন, ‘এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যা নাগরিক হিসেবে আমাদের রয়েছে এবং আমি মহাকাশ থেকে ভোট দিতে সক্ষম হওয়ার অপেক্ষায় রয়েছি, যা বেশ দুর্দান্ত অনুভূতি।’