মস্কো পৌঁছেছেন শি জিনপিং

0
13
শি জিনপিং

চার দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে তার, যেখানে ইউক্রেন যুদ্ধ ও রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা হবে— এমনটাই দাবি ক্রেমলিনের। খবর, এএফপি’র।

এর আগে, বুধবার রুশ প্রেসিডেন্টের আমন্ত্রণে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে পৌঁছান প্রেসিডেন্ট শি।

এ সময় তাকে স্বাগত জানান রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। নানা আনুষ্ঠিকতায় অভ্যর্থনা জানানো হয় তাকে।

সোভিয়েত ইউনিয়নের ৮০তম বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন শি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিজয়কে স্মরণ করতে প্রতি বছর ৯ মে রাশিয়ায় বিজয় দিবস উদযাপন করা হয়।

এছাড়াও পুতিনের সাথে দু’ দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক’সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার কথা রয়েছে চীনা প্রেসিডেন্টের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.