মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

0
5
টিউলিপ সিদ্দিক, ছবি: যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইট থেকে নেওয়া

অনিয়মের অভিযোগে ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানান তিনি।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আর্থিক অনিয়মের সাথে টিউলিপ সিদ্দিকের যোগসূত্র রয়েছে। এমন অভিযোগে তিনি মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা পরিবারসহ বিভিন্ন মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে। এতে শেখ হাসিনার পরিবারের সদস্যের সাথে টিউলিপ সিদ্দিকের নামও ওঠে আসে। তার বিরুদ্ধে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণেরও অভিযোগ রয়েছে।

অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে বাংলাদেশে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। মূলত এসব অভিযোগের ভিত্তিতেই দেশটির রাজনীতিতে তার পদত্যাগের দাবি জোরালো হয়। এতে চাপের মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টার্মার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.