শাকিব খানের সঙ্গে ‘অন্তরাত্মা’ ছবিতে অভিনয় করে বাংলাদেশে আলোচনায় আসেন দর্শনা বণিক। বিয়ের পিঁড়িতে বসেছেন এই নায়িকা। দর্শনার বর পশ্চিমবঙ্গের অভিনয়শিল্পী সৌরভ দাস। ‘মন্টু পাইলট’ নামে পরিচিতি পেয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে প্রেম করার পর এদিন বাঙালি রীতি মেনে ঘটা করেই বিয়ে করছেন এই জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শনা বেশ কিছু ছবি শেয়ার করেছেন।

কলকাতার তপসিয়ার অর্কিড ব্যাঙ্কোয়েট অ্যান্ড গার্ডেনে বসবে দর্শনা ও সৌরভের বিয়ের আসরইনস্টাগ্রাম থেকে

বাঙালি রীতি মেনে বিয়ে করেছেন সৌরভ-দর্শনাইনস্টাগ্রাম থেকে

বিয়ের পর এখনই মধুচন্দ্রিমার কোনো পরিকল্পনা নেই সৌরভ–দর্শনার।ইনস্টাগ্রাম থেকে

লাল টুকটুকে শাড়িতে কনে দর্শনা বণিকইনস্টাগ্রাম থেকে

দীর্ঘদিন ধরেই দর্শনা–সৌরভের প্রেমের কথা শোনা যাচ্ছিল। কিন্তু এ বিষয়ে একেবারেই মুখ খুলতে নারাজ ছিলেন এই তারকা জুটিইনস্টাগ্রাম থেকে

বিয়ের আসরে অভিনেতা সৌরভ দাসইনস্টাগ্রাম থেকে

তার আগে দুই তারকা বাড়িতে সারেন গায়েহলুদের অনুষ্ঠান। সাদা পাঞ্জাবি ও ধুতি পরে গায়েহলুদ সারেন সৌরভ। অন্যদিকে দর্শনার পরনে ছিল হলুদ শাড়ি

কার্ডের ভেতর লেখা রয়েছে পাত্র ও পাত্রীর পরিচয়। তারকনাথ বণিক ও পূর্বা বণিকের মেয়ে দর্শনার সঙ্গে সমীর কুমার দাস ও অজন্তা দাসের পুত্র সৌরভ দাসের শুভ বিবাহইনস্টাগ্রাম থেকে

২০১৯ সালের শুরুতে স্ট্রিমিং শুরু হয় দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘হইচই’–এর ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’। এই সিরিজের পর ওয়েব দুনিয়ায় পাকাপাকি জায়গা করে নেন অভিনেতা সৌরভ দাসইনস্টাগ্রাম থেকে

ভারতের পশ্চিমবঙ্গের মেয়ে দর্শনা। অল্প সময়েই টালিগঞ্জ, বলিউড ও তেলেগু ছবিতে অভিনয় করে নাম করেছেনইনস্টাগ্রাম থেকে