মধ্য আমেরিকাজুড়ে ভারী বৃষ্টিপাত, নিহত ৩০

0
67
মধ্য আমেরিকাজুড়ে ভারী বৃষ্টিপাতে গাছ উপড়ে পড়েছে
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদরে ভারী বৃষ্টিপাত ও প্রবল ঝড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে টানা কয়েকদিন ধরে এই প্রবল বৃষ্টিপাত চলছে। এ ছাড়া ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে কয়েক হাজার মানুষ।
 
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত কয়েকদিনের অবিরাম বর্ষণে নাদীর পানি উপচে পড়ে বহু লোকালয় প্লাবিত হয়েছে এবং ভূমিধসের ঘটনাও ঘটেছে। এ ছাড়া প্রবল ঝড়ে বহু গাছপালা ভেঙে পড়েছে।
 
সালভাদোরান কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শুক্রবারেই ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন শিশুও রয়েছে। প্রায় ৩ হাজার মানুষ এখনও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছে।
 
এল সালভাদরের নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান লুইস আমায়া সাংবাদিকদের বলেন, ‘আমাদের অবশ্যই মানুষের জীবন বাঁচাতে হবে। বস্তুগত পণ্য আসে এবং যায়, কিন্তু এখন আমাদের জীবন রক্ষায় মনোযোগ দিতে হবে।’
 
এ দিকে গুয়েতেমালা কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড় ও বন্যায় ১০ জন মারা গেছেন। দুর্গত এলাকা থেকে ১১ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছেন ৩৮০ জন। এ ছাড়া ৪টি সেতু ধ্বংস হওয়ার পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০০টি সেতু।
 
প্রতিবেশী হন্ডুরাসেও ১ জন মারা গেছে। সেখান থেকে ১ হাজার ২০০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় প্রবল বৃ্ষ্টিপাতে ২২টি বাড়ি ধসে পড়েছে।
 
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণ মেক্সিকো এবং উত্তর মধ্য আমেরিকাজুড়ে ভারী বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.