বিশ্বকাপে খেলার স্বপ্ন ছাড়ছেন না উইলিয়ামসন

0
127
ইনজুরিতে কিউই ব্যাটার উইলিয়ামসনের বিশ্বকাপ খেলা অনিশ্চিত।

আইপিএলের সর্বশেষ মৌসুমের উদ্বোধনী ম্যাচেই ইনজুরিতে পড়েন কেন উইলিয়ামসন। লাফিয়ে ছক্কা বাঁচাতে গিয়ে ডান পায়ের গোড়ালির চোটে পড়েন তিনি। চোটাক্রান্ত পায়ে সার্জারি করানো হয়েছে। উইলিয়ামসনের ভারতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপ ‘শেষ’ বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

তবে ব্ল্যাক ক্যাপসদের পরপর দুটি বিশ্বকাপের ফাইনালে তোলা উইলিয়ামসন এখনই বিশ্বকাপের স্বপ্ন বিসর্জন দিচ্ছেন না। সপ্তাহ ধরে ধরে এগোচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার উইলিয়ামসন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এই মুহূর্তে সপ্তাহ ধরে ধরে এগোনোর বিষয়টি ঠিক রাখছি। এর আগে এত বড় ও দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার মতো কোন ইনজুরিতে পড়িনি। এসব ইনজুরিতে বেশি দূরে তাকিয়ে এগোলে অনেক সময় হীতে বিপরীত হয়।’

মাঠের নায়ক উইলিয়ামসন ইনজুরির সঙ্গে ছোট ছোট লড়াইয়ে জিতছেন। নতুন এই অভিজ্ঞতা উপভোগ করছেন তিনি। ভালো অনুভব করলেও পথটা সহজ হবে না এটা বুঝে ফেলেছেন সাবেক কিউই অধিনায়ক, ‘এক সপ্তাহের চ্যালেঞ্জে সবগুলো ঘরে টিক দেওয়া দারুণ অভিজ্ঞতা। তবে এও জানি যে, এই যাত্রা পাড়ি দেওয়া সহজ হবে না। এমন কিছু কাজ আছে যার সঙ্গে লড়াই করা কঠিন হবে।’

ওই লড়াইটা উইলিয়ামসন করতে চান বিশ্বকাপে খেলার জন্য। সেজন্য বিশ্বকাপের আগেই নেটে ফিরতে চান তিনি, ‘ফিজিও, ট্রেইনারদের সঙ্গে জিম সেশনগুলো ভালো যাচ্ছে। আরও কিছু ব্যক্তির সঙ্গে ফিরে আসার পক্রিয়ায় কাজ করছি। অবশ্যই, নেটে (বিশ্বকাপের আগে) ফেরার বিষয়ে খুবই আশাবাদী।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.