মণিপুর রাজ্যের দুই গ্রামে সশস্ত্র হামলা

0
5
মেইতেই সম্প্রদায় তফসিলি আদিবাসী হিসেবে সংরক্ষণ পেতে পারে কি না, তা খতিয়ে দেখতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন মণিপুর হাইকোর্ট। এরপরই বিক্ষোভ শুরু করেন উপজাতিরা। শুরু হয় সংঘাত-সহিংসতা, ফাইল ছবি: এএনআই

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের দুটি গ্রামে আজ শুক্রবার সশস্ত্র ব্যক্তিরা বন্দুক ও বোমা হামলা চালিয়েছে। এতে স্থানীয় ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে পুলিশ জানায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে পিটিআইয়ের খবরে বলা হয়।

পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পূর্ব ইম্ফল জেলার সানাসাবি ও থামনাপোকপি গ্রামে চালানো ওই হামলার পাল্টা জবাব দিয়েছেন নিরাপত্তা বাহিনী।

ওই কর্মকর্তা বলেন, সানাসাবি গ্রাম ও এর আশাপাশের এলাকায় পাহাড়ের ওপর থেকে বেলা পৌনে ১১টার দিকে সশস্ত্র ব্যক্তিরা এলোপাতাড়ি গুলি ও বোমা ছুড়তে শুরু করে। পরে নিরাপত্তা বাহিনীর কর্মীরা পাল্টা জবাব দিতে বাধ্য হয়। এ সময় স্থানীয় লোকজন ভয়ে ছোটাছুটি শুরু করে। সশস্ত্র ব্যক্তিরা বেলা সাড়ে ১১টার দিকে থামনাপোকপি গ্রামেও হামলা চালিয়েছে। এর ফলে সেখানকার বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সশস্ত্র ব্যক্তি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হলে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের সন্ধানে এদিক–সেদিক ছোটাছুটি করতে দেখা যায়।

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদস্যসহ (সিআরপিএফ) নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখান থেকে বেশ কয়েকজন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিকে উদ্ধার করেছে।

গত বছরের মে মাস থেকে এখন পর্যন্ত রাজ্যের মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সহিংসতা সহিংসতায় ২৫০ জনের বেশি মানুষ নিহত ও হাজারো মানুষ ঘরছাড়া হয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.