ভ্রমণকর বৃদ্ধির প্রস্তাব, বেশির ভাগ ক্ষেত্রে ৫০ শতাংশ বাড়বে

0
145
অর্থবছরের জাতীয় বাজেটে

আগামী ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে জল, স্থল ও আকাশ—তিন পথেই ভ্রমণকর বৃদ্ধির প্রস্তাব দিচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ খবর পাওয়া গেছে। প্রস্তাব অনুমোদিত হলে মানুষের ভ্রমণব্যয় বাড়বে।

প্রস্তাব অনুযায়ী, আগামী জুলাই মাস থেকে আকাশপথে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, জাপান, হংকং, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও তাইওয়ানে যেতে যাত্রীদের ছয় হাজার টাকা ভ্রমণকর দিতে হবে।
এসব দেশে যাওয়ার সময় বর্তমানে ভ্রমণকর দিতে হয় চার হাজার টাকা।
এ ছাড়া আকাশপথে সার্কভুক্ত কোনো দেশে যেতে ভ্রমণকর দিতে হবে ২ হাজার টাকা, বর্তমানে যা ১ হাজার ২০০ টাকা।

আকাশপথে অন্য কোনো দেশে যেতে ভ্রমণকর দিতে হবে চার হাজার টাকা, বর্তমানে যা তিন হাজার টাকা। দেশের অভ্যন্তরে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে কর দিতে হবে ২০০ টাকা।
স্থলপথে যেকোনো দেশে যেতে দ্বিগুণ ভ্রমণকর দিতে হবে। বর্তমানে এই কর ৫০০ টাকা, তবে নতুন হার চালু হলে দিতে হবে ১ হাজার টাকা।
সেই সঙ্গে জলপথে ভ্রমণের ক্ষেত্রেও ভ্রমণকর ২৫ শতাংশ বৃদ্ধি করে এক হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এর আগে সরকার সর্বশেষ ২০১৪ সালে ভ্রমণকর বৃদ্ধি করেছিল। সেই হিসাবে এবার ৯ বছর পর আবার তা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হচ্ছে। তবে এমন এক সময় এই ভ্রমণকর বৃদ্ধির প্রস্তাব দেওয়া হচ্ছে, যখন কোভিডের প্রভাব কাটিয়ে দেশের মানুষের ভ্রমণ বাড়ছে। ভ্রমণকর বাড়লে মানুষ বিশেষ করে বিমান ভ্রমণে নিরুৎসাহিত হতে পারেন বলে মনে করছেন এই খাত–সংশ্লিষ্ট মানুষেরা। এতে বিমান সংস্থাগুলোর ব্যবসা কমতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.