মেট্রোরেলের সব ডিজিটাল টিকিট বুথের সার্ভারে ত্রুটি, হাতে হাতে টিকিট বিক্রি

0
158

মেট্রোরেলের উত্তরা ও আগারগাঁও স্টেশনে। উভয় পাশে তিনটি তিনটি করে ছয়টি ডিজিটাল টিকিট বুথ সকাল ৮টায় চালু হয়। কিছুক্ষণ পর থেকেই সমস্যা দেখা দিতে শুরু করে। পরে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে সবগুলো বুথে সার্ভারে ত্রুটি দেখা দেয়। পরে হাতে হাতে অর্থাৎ ম্যানুয়ালি টিকিট বিতরণ শুরু হয়।

আগারগাঁও এবং উত্তরার দিয়াবাড়িতে দুই স্টেশনে দুটি করে ম্যানুয়াল বুথ বসানো হয়েছে। সেখান থেকে টিকিট নিয়ে যাত্রীরা মেট্রোরেলে ভ্রমণ করছেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জিএম (অপারেশন) ইফতিখার হোসেন বলেন, ‘আজ একসঙ্গে অনেকজন টিকিটের জন্য চেষ্টা করছে, তাই সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি, সার্ভিস বাড়ানোর জন্য। নতুন জিনিস সাময়িক প্রথমে একটু সমস্যা হয়। একটি সিস্টেম এডাপ্ট করতে সময় লাগে।’

ডিএমটিসিএলের জিএম ইফতিখার আরও বলেন, ‘অনেক ভালো রেসপন্স পেয়েছি। আমরা আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চালু রাখব। ১১টা ৫০ মিনিট পর্যন্ত টিকিট দেব। আজ অনেক লোক প্লাটফর্মের বাহিরে, কিন্তু সবার ভ্রমণের সুযোগ হবে না। ১১টা ৫০ মিনিটের পর প্লাটফর্মের বাইরে যারা আছে তাদের চলে যেতে বলব। প্রত্যেক দশমিনিট পর পর স্টেশন থেকে ট্রেন ছাড়ছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.