ভুটানের বিপক্ষে আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৯ আগস্ট) ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে। দলে জায়গা পেয়েছেন সাফ অনুর্ধ্ব-২০ জয়ী দলের শাকিল আহাদ তপু ও মিরাজুল ইসলামসহ চারজন।
১৪ জনকে নিয়ে গত সোমবার ক্যাম্প শুরু করেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ার কাবরেরা। তবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতে নেপাল থেকে বৃহস্পতিবারই দেশে ফিরেছে দল। ওই দল থেকে চূড়ান্ত দলে আছেন চারজন। এদের মধ্যে রাহুল ও চন্দন রায়ের সাথে প্রথমবারের মত ডাক পেয়েছেন মিরাজুল ও তপু।
সবশেষ গত জুনে ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রায় তিন মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা।
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ড্রয়ের আগে র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচে ভালো ফলাফল করতে পারলে বাছাইয়ে তুলনামূলকভাবে কম শক্তিশালী প্রতিপক্ষ পাবেন মিতুল-জামালরা।
২৩ জনের চূড়ান্ত দল
গোলরক্ষক: মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন, পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: তপু বর্মণ, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, মেহেদি হাসান, রহমত মিয়া, ঈসা ফয়সাল, শাকিল হোসেন, শাকিল আহাদ।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবর রহমান, মিরাজুল ইসলাম।
আক্রমণভাগ: শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, শেখ মোরছালিন, রাব্বি হোসেন, ফয়সাল আহমেদ।