ভুটানের লিগে ২৮-০ গোলের অবিশ্বাস্য জয় ঋতু-মনিকাদের

0
16
সাবিনা, মনিকা, ঋতুপর্ণা, সুমাইয়া

টান উমেন্স ন্যাশনাল লিগে তিন ক্লাবে বাংলাদেশের ১০ নারী ফুটবলার খেলছেন। সানজিদাদের থিম্পু সিটি ও কৃষ্ণাদের ট্রান্সপোর্ট ইউনাইটেডের জয়ে পর আজ (বৃহস্পতিবার) খেলতে নেমেছে সাবিনা-মনিকাদের পারো এফসি। এই লিগে ২৮-০ গোলের অবিশ্বাস্য এক জয় পেয়েছে সাবিনা-মনিকাদের দল পারো এফসি। ২৮ গোলের মধ্যে সর্বাধিক ৯ গোল করেছেন সাবিনা খাতুন।

শুরু থেকেই পারো ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের ওপর। পারো বলার চেয়ে সাবিনা, মনিকা, ঋতুপর্ণা, সুমাইয়া বলাই ভালো। তাদের একের পর এক আক্রমণে তছনছ হয়ে যায় প্রতিপক্ষ সামস্তে উইমেন্স ক্লাবের রক্ষণ।

সাবিনা ছাড়াও মনিকা চাকমা করেছেন ৭ গোল। ৫ গোল করেছেন মাতসুশিমা সুমাইয়া ও চারটি করেছেন ঋতুপর্ণা চাকমা।

সাবিনাকে দিয়ে অষ্টম মিনিটে গোলের খাতা খোলে পারো এফসি। বিরতিতে যায় ১০-০ গোলের লিড নিয়ে। এরপর দ্বিতীয়ার্ধে ফিরে প্রতিপক্ষ স্যামতসের জালে আরও ১৮ গোল দেন সাবিনা মনিকারা।

সানজিদাদের থিম্পু সিটি ও কৃষ্ণাদের ট্রান্সপোর্ট ইউনাইটেডের জয়ের পর এবার অবিশ্বাস্য এই জয় পেলো সাবিনাদের পারো এফসি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.