ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলা বন্দরে জাহাজ

0
155
মোংলা বন্দরে জাহাজ

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এম, ভি উহুইউন এইচপোই। সোমবার সকাল ১১টার দিকে বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়েছে এ জাহাজটি।

এরপর দুপুরে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। খালাস এসব নির্মাণ সামগ্রী নৌযানে (বার্জ) করে নদীপথে নেওয়া হবে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে।

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিংএ এজেন্ট ‘হক অ্যান্ড সন্স লিমিটেড’ এর খুলনার অপারেশন ম্যানেজার মো. শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে গত ২ আগস্ট ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে কোরিয়ান পতাকাবাহী জাহাজ এম, ভি উহুইউন এইচপোই। এ জাহাজটি সোমবার সকালে মোংলা বন্দরে ভিড়েছে। জাহাজটিতে বঙ্গবন্ধু রেলসেতুর ১ হাজার ৭১৭ দশমিক ৫৫ মেট্টিক টন ওজনের ১৯৪ প্যাকেজ মালামাল (বিভিন্ন ধরণের নির্মাণ সামগ্রী) এসেছে। দুপুর ২টা থেকে এ জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। জাহাজটির মালামাল খালাসে সময় লাগবে তিন থেকে চার দিন।

এর আগে গত ১৭ মে এম, ভি সান ইউনিটি, ৫ মার্চ এম, ভি হাইডং-০৯ ও গত ২১ ফেব্রুয়ারি এম, ভি জুপিটার ও ৪ জুলাই এভার ভেনটেজ জাহাজ ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.