বর্ণবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান দেখাতে পেরেছেন ভিনিসিয়াস জুনিয়র। তার লাল কার্ডের শাস্তি বাতিল হয়েছে। বুধবার রাতের ম্যাচে বিশ্রামে থাকলেও সান্তিয়াগো বার্নাব্যুতে সর্বত্র ছিলেন ব্রাজিলিয়ান এই তরুণ। ভিনিকে সমর্থন দেওয়ার ম্যাচে ২-১ গোলে রায়ো ভায়োকানোর বিপক্ষে জয়ও পেয়েছে ব্লাঙ্কোসরা।
রিয়ালের খেলোয়াড়রা পিঠে ২০ নম্বরের ভিনিসিয়াস লেখা জার্সি পরে মাঠে নামেন। নারী ব্লাঙ্কোসরাও ভিনির প্রতি দেখান সমর্থন। ম্যাচ শুরুর পর ২০ মিনিট মতো শুধু ভিনিসিয়াস স্লোগান উঠেছে। মাঠে দাঁড়িয়ে, গ্যালারি থেকে ভক্তদের ভালোবাসায় সিক্ত এই ব্রাজিলিয়ান হাত তুলে ভক্তদের ভালোবাসার জবাবও দেন।
এরপর লিগের ৩৬তম ম্যাচে রিয়াল মাদ্রিদ প্রথম লিড নেয়। দলটির স্ট্রাইকার করিম বেনজেমা লিড এনে দেন। তার ৩১ মিনিটে করা গোলে সহায়তা দেন রাইট উইঙ্গে খেলা ফেদে ভালভার্দে। এরপর ৮৪ মিনিটে গোল করে রাউল দি থমাস রিয়াল মাদ্রিদকে হতাশ করার পথ তৈরি করেন। ১-১ গোলের সমতায় দাঁড়ায় ম্যাচ।
লা লিগার শিরোপা হারানো রিয়াল মাদ্রিদ যখন আরেকটি ম্যাচে পয়েন্ট হারানোর শঙ্কায় তখন গোল করেন রদ্রিগো গোয়েস। ব্রাজিলিয়ান তরুণ ৮৯ মিনিটে গোল করে ভিনিকে সমর্থন দেওয়ার ম্যাচে দলকে জয় এনে দেন। শুরু থেকে ভিনির লেফট উইঙ্গে খেলা রদ্রিগোর গোলে সহায়তা দেন দানি কাবালোস। গোল করেও রদ্রিগো ক্লাব ও জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়াসকে সমর্থন জানিয়ে বর্ণবাদ বিরোধী উদযাপন করেন।