ভিডিও কেলেঙ্কারি, নিয়োগ বাতিল বিএফআইইউ প্রধান শাহীনুলের

0
12
এএফএম শাহীনুল ইসলাম

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

উপসচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এএফএম শাহীনুল ইসলামের সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী বিএফআইইউ প্রধান কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

এর আগে, তার বিরুদ্ধে ওঠা ভিডিও কেলেঙ্কারি ও অবৈধ লেনদেনের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়ে বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ তৈরি হয় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।

সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ নিয়োগ বাতিলের মধ্য দিয়ে সম্প্রতি আলোচিত বিএফআইইউ প্রধানকে ঘিরে চলমান জটিলতার ইতি ঘটল।

উল্লেখ্য, চলতি বছর জানুয়ারিতে শাহীনুল ইসলামেকে দুই বছরের জন্য বিএফআইইউ’র শীর্ষ পদে নিয়োগ দেয়া হয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.