ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে মেলাপ্রাঙ্গণে যাচ্ছেন বইপ্রেমীরা

0
8
বইমেলা

চির গৌরবের অমর একুশে আজ। প্রথম প্রহর থেকেই ভাষার জন্য আত্মদানকারী শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষ ফুল হাতে নিয়ে আসছেন শ্রদ্ধা জানাতে। পিছিয়ে নেই শিশুরাও। তারা বাবা-মায়ের সঙ্গে শ্রদ্ধাঞ্জলি অর্পণে শামিল হচ্ছে। এরপর সেখান থেকে সোজা হাঁটছেন মেলাপ্রাঙ্গণের দিকে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ মিনার ও এর আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর শিশু থেকে শুরু করে বয়স্ক, অধিকাংশরাই বইমেলায় ছুটে যাচ্ছেন। তাদের পোশাকে রয়েছে শহীদ দিবসের আবহ।

এ সময় কথা হয় মোহাম্মদপুর থেকে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আল-আমিনের সঙ্গে।

তিনি এই প্রতিবেদককে বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যেসব বীরেরা মাতৃভাষা রক্ষার জন্য জীবন দিয়েছিল, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বইমেলায় এলাম। এখন মেলা ঘুরব আর পছন্দের সব লেখকের বই কিনব।

তামান্না ফেরদৌস, কাজ করেন একটি বেসরকারি ব্যাংকে। ছয় বছর বয়সী ছেলেকে নিয়ে এসেছেন বইমেলায়।

তিনি বলেন, ছেলেকে নিয়ে আগে আমি শহীদ মিনারে ফুল দিয়েছি। সে সময় তাকে বলেছি, কেন আজ সবাই ফুল দিচ্ছে। সেও অনেক আগ্রহভরে সেসব কথা শুনেছে। এবার হালকা নাস্তা সেরে আমরা বইমেলায় ঢুকব। এরপর শিশু প্রহরে কিছু সময় কাটিয়ে বেশ কয়েকটি বই কিনব।

এর আগে, পূর্বঘোষিত সময় অনুযায়ী আজ সকাল ৮টায় খুলে দেওয়া হয় অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। এরপর থেকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রাণের মেলায় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে পাঠক সমাগম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.