দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী চোই সাং-মক পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১ মে) তিনি পদত্যাগপত্র জমা দিলে তা গৃহীত হয় বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। খবর, এএফপি’র।
মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে চোই বলেন, দেশি-বিদেশি গুরুতর অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমার পক্ষে দায়িত্ব পালন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আমি দুঃখিত যে, আমাকে সরে দাঁড়াতে হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার কথা ছিল চোইয়ের। কারণ বিদায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছিলেন সেসময়।
তবে চোই পদত্যাগ করায় এখন এ দায়িত্ব পড়ছে শিক্ষামন্ত্রী লি জু-হোর ওপর। তিনি আগামী ৩ জুন অনুষ্ঠিতব্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের সার্বিক প্রক্রিয়া তদারকি করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৪ মার্চ একইসাথে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন চোই।