ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটা?

0
163

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ আজ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ ভারত-পাকিস্তান মহারণ। এই ম্যাচ ঘিরেই আয়োজকদের সব আয়োজন। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান না হলেও এই ম্যাচের আগে অনুষ্ঠান রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে দিতে পারে বৃষ্টি। সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু আহমেদাবাদ নয়, উত্তর গুজরাটজুড়ে শনিবার বৃষ্টি হতে পারে। এছাড়া শনিবার আহমেদাবাদে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এছাড়া সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। আর আপেক্ষিক আর্দ্রতা ৩৫ শতাংশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উপমহাদেশের দুই প্রতিবেশীর লড়াইকে ‘মহারণ’ বলা হলেও বিশ্বকাপে বিষয়টা ভীষণ একপেশে। ৫০ ওভারের বিশ্বকাপে এ দু’দল মোট সাতবার মুখোমুখি হয়েছে। সাতবারই জয়ের মালা ভারতের। ১৯৯২ বিশ্বকাপ থেকে পাকিস্তানকে অপক্ষো করে যেতে হয়েছে ভারতের বিপক্ষে বৈশ্বিক আসরে জয় তুলে নেয়ার জন্য। কিন্তু দলটি এখন পর্যন্ত সফল হয়নি। এই একাধিপত্য ভেঙে পাকিস্তান কি পারবে প্রথম জয়ের স্বাদ নিতে?

এ দিকে ভারত-পাকিস্তান এখন পর্যন্ত নিজেদের মধ্যে ১৩৪টি ওয়ানডে ম্যাচ খেলেছে। যেখানে ভারতের ৫৬ জয়ের বিপরীতে পাকিস্তানের রয়েছে ৭৩ জয়। আর ৫টি ম্যাচে কোনো ফল আসেনি। এই হিসাবে বাবরের দল কিছুটা এগিয়েই থাকে। কিন্তু সবশেষ ৫ দেখায় ভারতের জয় রয়েছে ৪টি ম্যাচে এবং পাকিস্তান জিতেছে মাত্র ১টিতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.