ভারত–পাকিস্তানকে বিদায় করে সেমিফাইনালে নিউজিল্যান্ড

0
41
আউট হয়ে ফিরছেন পাকিস্তানের ওপেনার আলিয়া রিয়াজ। উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ইডেন কারসনের হাসি, আইসিসি
মোনা মিশরাম ভারতের হয়ে ২৬ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি খেলেছেন। বড় আশা নিয়ে তিনি বলেছিলেন, ‘পাকিস্তানের জন্য গোটা ভারত প্রার্থনা করবে। প্লিজ পাকিস্তান, নিউজিল্যান্ডকে হারাও।’
 
ভারতের ক্রিকেটপ্রেমীরা যে প্রার্থনায় বসেছিলেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। হারমনপ্রীত কৌররাও নিশ্চয়ই মনে মনে প্রার্থনা করেছেন। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টিকে থাকা নিশ্চিত করতে আজ দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের কিছু শর্ত মেনে জয়ের বিকল্প ছিল না। পাকিস্তানেরও অবশ্য সম্ভাবনা ছিল শর্ত পূরণ করে জিতে শেষ চারে ওঠার। কিন্তু শর্ত পূরণ দূরে থাক, ফাতিমা সানার দল স্বাভাবিক খেলাই তো খেলতে পারেনি।
 
আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের ২০ ওভার খেলে ৬ উইকেটে ১১০ রান তোলায় পাকিস্তানের ‘অবদান’ ৮টি ক্যাচ মিস! এরপর একটি সমীকরণ মাথায় নিয়ে রান তাড়া করতে নেমেও ভারতীয়দের হতাশ করেছে পাকিস্তান। ১১.৪ ওভারে পাকিস্তান অলআউট হয়েছে মাত্র ৫৬ রানে।
 
এই হারে পাকিস্তানের সঙ্গে ভারতও বিদায় নিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। নিউজিল্যান্ড ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে উঠল সেমিফাইনালে। এই গ্রুপ থেকে ৪ ম্যাচে ৪ জয় নিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

জয়ের হাসি নিউজিল্যান্ডের ক্রিকেটারদের, আইসিসি
৪ ম্যাচে ৪ জয়ে মোট ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ২ জয়ও ২ হারে মোট ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় দল হিসেবে বাড়ি ফিরল ভারত। তাঁদের বাড়ি ফেরা নিশ্চিতের পাশাপাশি ৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে থাকা পাকিস্তানের ফেরাও নিশ্চিত হলো। ৪ ম্যাচের সবগুলো হেরে এই গ্রুপের তলানির দল শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়েছে আগেই।
 
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন সুজি বেটস। ২২ রান এসেছে ব্রুক হ্যালিডের ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে ১৮ রানে ৩ উইকেট নেন নাসরা সান্ধু। তাড়া করতে নেমে সেমিফাইনাল নিশ্চিত করতে পাকিস্তানের সামনে সমীকরণ ছিল এমন—১১১ রান করতে হবে ১০.৪ ওভারের মধ্যে। ১১২ করলে সেটি করতে হবে ১০.৫ ওভারে। ১১৩ করলে তা ১১তম ওভারের শেষ বলে।

 

কিন্তু শুরু থেকেই দ্রুত উইকেট পতনে পাকিস্তান এই লক্ষ্যের পিছু ছুটতে পারেনি। উল্টো ১০.৩ ওভারের মধ্যে ৫৫ রানে ৭ উইকেট হারায় পাকিস্তান। এরপর আর ম্যাচে টিকে থাকতে পারেনি ফাতিমা সানার দল।
 
সংক্ষিপ্ত স্কোর:
 
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১১০/৬ (বেটস ২৮, ব্রুক ২২; নাসরা ৩/১৮, ওমাইমা ১/৪)
 
পাকিস্তান: ১১.৪ ওভারে ৫৬ ( ফাতিমা ২১, মুনিবা ১৫; কার ৩/১৪, কারসন ২/৭ )
 
ফল: নিউজিল্যান্ড ৫৪ রানে জয়ী।
 
ম্যাচসেরা: ইডেন কারসন (নিউজিল্যান্ড)।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.