ভারতে ১ দিনে ৬৪০ জনের করোনা শনাক্ত

0
112
ভারতে করোনা

বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও করোনা সংক্রমণ বেড়েছে। একদিনে ৬৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ভারতের ভারতে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া’র

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি স্বাস্থ্য সতর্কতা তুলে নেওয়ার সাত মাস পরও নিজের অবস্থান জানান দিয়ে চলেছে করোনাভাইরাস।

নতুন করে ৬৪০ জনের শরীরে ভাইরাসটি শনাক্তের পর ভারতে বর্তমানে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৬৬৯ জনে। গত দুদিন ধরে শুধু কেরালাতেই ৫০০ জনের বেশি নতুন করোনা রোগী পাওয়া যাচ্ছে।

তবে ভারতজুড়ে কিছুটা সংক্রমণ বাড়লেও লোকজনকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। মাস্ক পরিধান ও সম্ভাব্য দূরত্ব বজায় রেখে সতকর্তার সঙ্গে চলাফেরা করতে বলা হয়েছে।

ভারত ছাড়াও বিশ্বব্যাপী অনেক দেশেই করোনা বাড়ছে। ভারতের পাশের দেশ সিঙ্গাপুরে গত এক সপ্তাহে ৯৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.