ভারতে পালানোর সময় চট্টগ্রামের ছাত্রলীগ নেতা নওগাঁয় আটক

0
15
নেতা আব্দুল্লাহ আল আহসান

ভারতে পালানোর সময় চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতাকে নওগাঁর মহাদেবপুর থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বিজিবির সহায়তায় মহাদেবপুর থানা পুলিশ উপজেলার দেওপাড়া গ্রাম থেকে তাকে আটক করে।

আটক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল আহসান (২৪) চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট গ্রামের নুরুল ইসলামের ছেলে।

মহাদেবপুর থানার ওসি মো. হাশমত আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর আব্দুল্লাহ আল আহসানের নামে চট্টগ্রামের চান্দগাঁও থানায় ৩টি মামলা হয়েছে। এসব মামলার ভয়ে তিনি নওগাঁর ধামইরহাট থানার সীমান্ত দিয়ে পালানোর জন্য মহাদেবপুর উপজেলার তার শশুর বাড়িতে আশ্রয় নেয়।

তিনি জানান, আজ ভোরে দিকে সীমান্ত দিয়ে পালানোর কথা ছিল তার, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এবং পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাতুর ইউপির দেওপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটকের পর দুপুরে আদালতে মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.