ভারতে পাচার হওয়া ২৪ বাংলাদেশিকে ফেরত

0
13
পাচার হওয়া ২৪ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত
পাচার হওয়া ২৪ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত।
 
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোস্টে তাদের হস্তান্তর করা হয়।
 
ফেরতের বিষয়টি তত্ত্বাবধান করে রাইটস যশোর, জাস্টিস এন্ড কেয়ার ও মহিলা আইনজীবী সমিতি নামে তিনটি এনজিও সংস্থা।
 
পুলিশ ও মানবাধিকার কর্মকর্তারা জানায়, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের কথা বলে দালাল চক্র দুই থেকে সাত বছর আগে তাদের সীমান্ত পথে ভারতে নেয়। পরে তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলে চলে আসে। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতীয় মানবাধিকার কর্মীরা তাদের ছাড়িয়ে বিভিন্ন শেল্টার হোমে রেখে দেয়। পরে দুই দেশের রাষ্ট্রীয় সহায়তায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়।
 
ফেরত আসা কিশোর ও কিশোরীরা সাতক্ষীরা, পটুয়াখালী, কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দা। এদের কেউ ভালো চাকরি, কেউ বাসাবাড়িতে কাজের কথা বলে নিয়ে গেলেও প্রতারণা করে ঝুঁকিপূর্ণ কাজে জোরপূর্বক ঢুকিয়ে দেওয়া হয়।
 
পাচারকারীদের আস্তানা থেকে মুক্ত হয়ে দেশে ফিরতে পেরে খুশি উদ্ধার হওয়া বাংলাদেশিরা।
 
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা বাংলাদেশিদের পোর্টথানা থেকে গ্রহণ করেছে তিনটি এনজিও প্রতিষ্ঠান। তারা এই ২৪ জনকে আইনি সহায়তা ও কর্মসংস্থান ব্যবস্থা করে দেবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.