ভারতে তিন ঘণ্টা দাঁড় করিয়ে র‍্যাগিং, এমবিবিএস ছাত্রের মৃত্যু

0
14
অনিল মেথানিয়া

ভারতের গুজরাটের পাটান জেলার ধরপুরে অবস্থিত জিএমইআরএস মেডিকেল কলেজে র‍্যাগিংয়ের শিকার হয়ে এক ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহত ছাত্রের নাম অনিল মেথানিয়া। তিনি এমবিবিএস-এর প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এদিকে, মেথানিয়ার অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি তুলেছে তার পরিবার। অভিযোগ উঠেছে, সিনিয়র ছাত্রদের র‍্যাগিংয়ের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে।

সুরেন্দ্রনগরের বাসিন্দা অনিল মেথানিয়া সম্প্রতি ডাক্তারি পড়ার জন্য জিএমইআরএস মেডিকেল কলেজে ভর্তি হন। স্থানীয় সময় গত শনিবার রাতে, তাকে এবং আরও কয়েকজন প্রথম বর্ষের ছাত্রকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সিনিয়র ছাত্রদের পক্ষ থেকে ডেকে পাঠানো হয়।

অভিযোগ রয়েছে, সিনিয়ররা তাদের একটানা তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন এবং পরিচয় জানতে চান। এই সময়েই অনিল মাথা ঘুরে মাটিতে পড়ে যান। সহপাঠীরা তাকে তৎক্ষণাৎ কলেজের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলেও, চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.