ভারতের হামলায় পাকিস্তানের জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

0
17
পাকিস্তানের জলবিদ্যুৎ কেন্দ্র

ভারতের হামলায় আজাদ কাশ্মীর সীমান্তের পাশে একটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

বুধবার (৭ মে) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত নিলম ঝিলম জলবিদ্যুৎ প্রকল্পকেও লক্ষ্যবস্তু করেছে। হামলায় বাঁধের কাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, আপনি অন্য দেশের জলের রিজার্ভ, বাঁধ এবং জলবিদ্যুৎ কাঠামোকে লক্ষ্যবস্তু করবেন- কোনো আন্তর্জাতিক নিয়ম, যুদ্ধ আইন এবং আচরণ এটিকে সমর্থন করে?

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে জলবিদ্যুৎ কেন্দ্রে হামলার তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। পাকিস্তান এ ধরনের হামলার জন্য ভারতকে দোষারোপ করে বলেছে, এ আক্রমণ আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে একটি কাজ এবং পাকিস্তানের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে।

পাকিস্তানের জলবিদ্যুৎ কেন্দ্রটি আজাদ কাশ্মীরে অবস্থিত। নীলম নদী থেকে ঝিলাম নদীতে পানি আসার পথে বিশেষ বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে পাকিস্তান।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনার দুই সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। যদিও পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে।

এ ছাড়া কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মীরে অন্তত ১৫ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।

হামলা-পাল্টা হামলা নিয়ে উভয় দেশের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ভারতের এই হামলাকে যুদ্ধের একটি স্পষ্ট পদক্ষেপ বলে অভিহিত করেছে পাকিস্তান। তারা বলেছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ বিষয়ে জানানো হয়েছে। পাকিস্তান ভারতীয় আগ্রাসনের যথাযথ প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.