সোমবার (১১ মার্চ) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়ন সম্পর্কিত এক বিজ্ঞপ্তি জারি করা হয়। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে ‘মুসলিমবিরোধী’ বিতর্কিত এ আইনটি কার্যকর করল মোদি সরকার।
এই আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা অমুসলিম নাগরিকরা (হিন্দু শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বৌদ্ধ) ভারতের নাগরিকত্ব পাবেন। তবে মুসলিমদের বিষয়ে আইনে সরাসরি কিছু বলা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এই আইনের মারপ্যাঁচে নাগরিকত্ব হারাতে পারেন দেশটির অনেক মুসলিম নাগরিক।
শুক্রবার (১৫ মার্চ) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ১১ মার্চের নাগরিকত্ব সংশোধনী আইনের বিজ্ঞপ্তি নিয়ে আমরা উদ্বিগ্ন। এই আইন কীভাবে বাস্তবায়িত হবে তা আমরা পর্যবেক্ষণ করছি।
তিনি আরও বলেন, ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধা এবং সকল সম্প্রদায়ের জন্য আইনের অধীনে সমান আচরণ মৌলিক গণতান্ত্রিক নীতি। সেই নীতি ঠিকমতো কার্যকর হচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
যদিও ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।