ভারতীয়দের কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন হারিস রাউফের স্ত্রী

0
8
হারিস রাউফের স্ত্রী মুজনা মাসুদ মালিক

ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। চলমান এশিয়া কাপে দুই ম্যাচে তার প্রমাণ পেয়েছে দর্শকরা। প্রথম ম্যাচে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। দ্বিতীয় ম্যাচে পেহলাম ইস্যু টেনে এনেছের হারিস রাউফ। যা নিয়ে রীতিমতো আগুন জ্বলছে ভারতীয় দর্শকদের মনে।

এর মাঝেই ভারতীয়দের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন পাকিস্তানি পেসার হারিস রাউফের স্ত্রী মুজনা মাসুদ মালিক। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ম্যাচ হেরেছি কিন্তু যুদ্ধ জিতেছি।

গতকাল সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে বাজেভাবে হারিয়েছে ভারত। আর এই ম্যাচে কখনও বন্দুক চালানোর কায়দায় উল্লাস, তো কখনও ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের মুহূর্ত দেখানো, একের পর এক কর্মকাণ্ডে আলোচনায় পাকিস্তানি ক্রিকেটাররা।

এদিন ম্যাচ চলাকালীন ভারতের ইনিংস চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রাউফ। তার পেছনে গ্যালারিতে বসে থাকা ভারতীয় সমর্থকরা ‘কোহলি, কোহলি’ বলে চিৎকার করেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতকে জেতানোর পথে রাউফের পর পর দুই বলে দুই ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি।

সে কারণেই কোহলির নাম করে রাউফকে খোঁচা মারছিলেন ভারতীয় সমর্থকরা। তখনই সমর্থকদের দিকে তাকিয়ে রাউফ এমনভাবে হাতের ইশারা করেন, যাতে দেখে মনে হয় বিমান উড়তে উড়তে ভেঙে পড়েছে। বেশ কয়েক বার একই কায়দায় ইশারা করে দেখান তিনি।

ভারতীয় সমর্থকদের দিকে তাকিয়ে হাতের আঙুল দিয়ে ‘৬-০’ দেখান রাউফ। ম্যাচের আগে অনুশীলনেও তিনি ৬-০ বলে চিৎকার করেছিলেন। রাউফ মুখে কিছু না বললেও তার ইশারা থেকে মনে হচ্ছে ভারতের যুদ্ধবিমান রাফাল ধ্বংসের কথা বোঝাতে চেয়েছেন তিনি।

‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তান দাবি করেছিল ভারতের ছ’টি রাফাল ভেঙেছেন তারা। পাকিস্তানের ক্রিকেটারের সেই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন মুজনা। মুজনা বোঝাতে চেয়েছেন, পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে সংঘাত হয়েছিল তাতে জিতেছে পাকিস্তান।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.