ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে আর ভারতীয়রা মুখে বিজয়ের হাসি নিয়ে মাঠ ছাড়বে, এটাই যেন ধ্রুব সত্য। সর্বশেষ গত শনিবার আহমেদাবাদে ভারতের কাছে উড়ে গেছে পাকিস্তান। এতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বিশ্বকাপে আট ম্যাচের আটটিতেই জিতে শতভাগ সাফল্য ধরে রেখেছে ভারত।
একপর্যায়ে ২ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে ফেলেছিল পাকিস্তান। কিন্তু অধিনায়ক বাবর আজম আউট হতেই হুড়মুড়িয়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। মাত্র ৩৬ রানে শেষ ৮ উইকেট হারায় তারা। ১৯২ রানের লক্ষ্য ভারত ছুঁয়ে ফেলে ৭ উইকেট ও ১১৭ বল হাতে রেখে।
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এমন হার স্বাভাবিকভাবেই পাকিস্তানিদের অহমে লেগেছে। অনেকেই ভারতের বিশ্বকাপ আয়োজন নিয়ে নানা রকম অনিয়ম–অব্যবস্থাপনার অভিযোগ তুলে নিজেদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
তবে সেহার শিনওয়ারি যেন ‘দুধের স্বাদ ঘোলে মেটাতে’ চাইছেন। পাকিস্তানের এই মডেল অভিনেত্রী মনে করেন, আগামীকাল পুনেতে ভারতকে হারিয়ে দেবে বাংলাদেশ। সেটা হলেই নাকি বদলা নেওয়া হবে। শুধু তা–ই নয়, বাংলাদেশ দল রোহিত–কোহলিদের হারাতে পারলে ঢাকায় এসে সাকিবদের সঙ্গে ডিনার করার ঘোষণা দিয়েছেন সেহার।
টুইটারে সেহার লিখেছেন, ‘ইনশা আল্লাহ আমার বাঙালি বন্ধু পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। বাংলার ছেলেরা যদি ভারতকে হারাতে পারে, তাহলে আমি ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ দিয়ে ডিনার করব।’
২৬ বছর বয়সী সেহার ওই পোস্ট করেছেন ভারত-পাকিস্তান ম্যাচের পরদিন রোববার। এ কদিন পোস্টটি খুব বেশি মানুষের নজরে আসেনি। তবে আগামীকাল বাংলাদেশ-ভারত ম্যাচ সামনে রেখে ওই পোস্ট নিয়ে আলোচনা তুঙ্গে।
সোমবার টুইটারে আরেকটি পোস্ট করেছেন সেহার। সেখানে লিখেছেন, ‘বন্ধুরা, বাংলাদেশ ভারতকে হারিয়ে দিতে চলেছে। আমার এই টুইটের স্ক্রিনশট নিয়ে রাখো এবং পরে আমাকে দেখাইও।’
সেহারের পোস্ট নিয়ে ট্রলই হয়েছে বেশি। এক ভারতীয় সমর্থক লিখেছেন, ‘ও জানে এটা হবে না। সে কারণেই এসব বলছে।’ আরেকজন লিখেছেন, ‘এ ধরনের মানুষের মধ্যে আজেবাজে কথার কমতি নেই।’ এক বাংলাদেশি আবার লিখেছেন, ‘আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ থেকে ভালোবাসা। ইনশা আল্লাহ আমরা ভারত–পাকিস্তান দুই দলের বিপক্ষেই জিতব।’
এসব দেখার পর সেহার আজ বিকেলে বাংলাদেশ–ভারত ম্যাচ নিয়ে আরেকটি পোস্ট করেছেন। এবার লিখেছেন, ‘একমাত্র বাংলাদেশই ভারতকে উচিত শিক্ষা দিতে পারে।’
সেহার এই পোস্টটিকে হেলাফেলা ভাবার কারণ নেই। ভারতের বিপক্ষে সর্বশেষ চার দেখায় তিনটিতেই জিতেছে বাংলাদেশ। গত বছরের ডিসেম্বরে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। গত মাসে এশিয়া কাপেও ভারতকে হারিয়েছে সাকিবের দল।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেহারের এ ধরনের পোস্ট নতুন নয়। গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে ভারত–জিম্বাবুয়ে ম্যাচের আগে লিখেছিলেন, ‘আমি জিম্বাবুয়ের এক ছেলেকে বিয়ে করব, যদি পরের ম্যাচে ওরা (জিম্বাবুয়ে) অলৌকিকভাবে ভারতকে হারাতে পারে।’
গত মাসে এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতের কাছে বাজেভাবে হেরে যায় পাকিস্তান। ওই ম্যাচের পরও খবরের শিরোনাম হয়েছিলেন সেহার। দাবি করেছিলেন, পাকিস্তান অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে তিনি এজাহার (এফআইআর) দায়ের করেছেন। যদিও এখন পর্যন্ত তিনি এফআইআর করেছেন বলে খবর পাওয়া যায়নি।