ভরপুর ভালোবাসা এই ৫ কোরীয় ধারাবাহিকে

0
16
‘গার্ডিয়ান: দ্য লোনলি অ্যান্ড দ্য গ্রেট গড’–এর দৃশ্য। আইএমডিবি

ভালোবাসার নানা রূপ দেখা যায় কোরীয় ধারাবাহিকে। অনেক নাটকের নায়ক–নায়িকারা রাতারাতি তারকা হয়ে গেছেন এসব প্রেমের গল্পে অভিনয় করে। বিশ্ব ভালোবাসা দিবসে জনপ্রিয় ও আলোচিত কিছু রোমান্টিক কোরীয় ড্রামা সিরিজ নিয়ে এই প্রতিবেদন।

‘গার্ডিয়ান: দ্য লোনলি অ্যান্ড দ্য গ্রেট গড’
৯৩৯ বছর বয়সী এক দেবতা, গবলিন নামে পরিচিত। অন্যদিকে জি ইউন-তাক স্কুলপড়ুয়া এক দুরন্ত কিশোরী। ভালোবাসার গল্পটা কীভাবে জমবে? গোবলিন যেখানে গম্ভীর, স্মার্টফোনই ব্যবহার করতে পারেন না, সেখানে ইউন বেশ চটপটে। কিন্তু ঘটনাক্রমে দুজনের মধ্যে এমন এক সম্পর্কের সৃষ্টি হয়, যা দেখে শেষমেশ আপনার চোখ ভিজে যেতে পারে।

‘মাই লাভ ফ্রম দ্য স্টার’
১৬০৯ সালে পৃথিবীতে আসে ডু মিন-জুন নামের এক এলিয়েন। পৃথিবীতে আটকে যাওয়ায় নিজ গ্রহে আর ফিরে যেতে পারে না মিন। ৪০০ বছর পর প্রেমে পড়ে যায় আধুনিক যুগের এক অভিনেত্রীর সঙ্গে, যা নিয়েই মূল নাটক।

‘মাই লাভ ফ্রম দ্য স্টার’–এর দৃশ্য। আইএমডিবি

শেষমেশ এই ভালোবাসার গল্পের কী হয়, তা জানতে দেখে নিন ‘মাই লাভ ফ্রম দ্য স্টার’। ২১ পর্বের এই নাটক ২০১৩ সালে প্রচারিত হয়। কিন্তু এখনো এই নাটক নিয়ে আলোচনা হয়।

‘গ্যাংনাম বিউটি’
চেহারার কারণে অনেক বছর ধরে উপহাসের শিকার ক্যাং মি-রে। সিদ্ধান্ত নেন প্লাস্টিক সার্জারির। এটা যদিও ভালো ছিল শুরুর দিকে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে তা ধীরে ধীরে ভিন্ন রূপ নেয়। সুন্দরী হওয়াও যে যন্ত্রণার হতে পারে, তা বুঝতে শুরু করেন তিনি। সবাই তাকে ‘গ্যাংনাম প্লাস্টিক সার্জারি মনস্টার’ ডাকতে থাকে। পরিচয় হয় পুরোনো সহপাঠী ডু কিয়ুং-সিউকের সঙ্গে। ভালোবাসার গল্পটার সেখান থেকেই শুরু। ২০১৮ সালের এই ১৬ পর্বের ধারাবাহিকটি জনপ্রিয় রোমান্টিক কে–ড্রামার একটি।

‘আই অ্যাম নট আ রোবট’–এর দৃশ্য। আইএমডিবি

‘আই অ্যাম নট আ রোবট’
ইয়ো সিউং হো একজন ধনী ব্যক্তি। মানুষের কাছাকাছি এলেই যাঁর অ্যালার্জির সমস্যা শুরু হয়। এ জন্য একা একাই সময় কাটান তিনি। একাকিত্ব দূর করতে তাঁর জন্য একসময় একটি রোবট বানানো হয়। যদিও শেষমেশ রোবটটি ইয়ো পান না। রোবটের মতো একই চেহারার একটি মেয়ে তাঁর সঙ্গে সময় কাটাতে থাকে। সিউং তাকে রোবটই ভাবতে থাকেন। ভালোবাসার গল্পের শুরুটা অদ্ভুত হলেও দেখে নিতে পারেন অদ্ভুত এই কোরীয় ড্রামা।

‘হোয়াটস রং উইথ সেক্রেটারি কিম’
বিশাল এক করপোরেট প্রতিষ্ঠানের উচ্চাকাঙ্ক্ষী ভাইস চেয়ারম্যান লি ইয়াং-জুন। তাঁর দক্ষ সেক্রেটারি, অর্থাৎ ব্যক্তিগত সচিব কিম মি-সো। ৯ বছর কাজের পর সেক্রেটারির পদত্যাগের ঘোষণায় সৃষ্টি হয় ভুল–বোঝাবুঝির। তা নিয়েই চলতে থাকে ঘটনা।

এ জুটির মধ্যে যে প্রেম দেখানো হয়েছে, এ পর্যন্ত তা দেখে মুগ্ধ হয়েছে অনেকেই। ১৬ পর্বের এই নাটক ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। এখনো রোমান্টিক ঘরানার কে–ড্রামার কথা উঠলে এই নাটকের নাম চলে আসে শুরুর দিকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.