দীর্ঘ ৯ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত মহানগর এক্সপ্রেস ট্রেনের বগিটি উদ্ধার করা হয়েছে।
রোববার (৯ মার্চ) সকাল ৮টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজের শুরুতে লাইনচ্যুত বগি থেকে ট্রেনের বাকি অংশ বিচ্ছিন্ন করে সরিয়ে নেওয়া হয়।
এর আগে, শনিবার রাত পৌনে ১২ টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির ৪ চাকা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়। এ সময় আতংকিত হয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন। তবে এতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।
যাত্রীরা জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশ করা মাত্রই বিকট শব্দে বগিটি লাইনচ্যুত হয়। এতে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপেস ট্রেন রাত ১১টা ৪০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি থামার আগ মুহূর্তে মাঝামাঝি থাকা ‘ঝ’ বগি লাইন থেকে সরে যায়। এতে ট্রেন বেশ ঝাঁকুনি খায়। পরে বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনাটি লোপ লাইনে ঘটায় রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়নি। আপ লাইন ও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোসেডে জানানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ট্রেনটির যাত্রীরা ঢাকা থেকে চট্টগ্রামগামী পরবর্তী আন্তনগর ট্রেন তূর্ণা নিশীথা এবং সড়কপথে চট্টগ্রামসহ অন্যান্য গন্তব্যে পাড়ি জমান।