ব্রাজিলের রিও ডি জেনেরিও’তে আজ শুরু হচ্ছে অর্থনৈতিক জোট জি-টোয়েন্টির ১৯তম সম্মেলন। সোমবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, জি-টোয়েন্টির ১৯তম সম্মেলনে অংশ নিতে ইতোমধ্যে ব্রাজিলে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা।
দু’দিনব্যাপী এই সম্মেলনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে সমুদ্রঘেষা রিও ডি জেনিরো’তে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনাসদস্য, সাঁজোয়া যান ও নৌজাহাজ। এছাড়াও সীমিত করা হয়েছে যান চলাচল।
উল্লেখ্য, এবারের জি-টোয়েন্টি সম্মেলনের প্রতিপাদ্য ‘একটি ন্যায়সঙ্গত বিশ্ব ও টেকসই গ্রহ তৈরি করা’। বিশ্বের ২০টি প্রধান অর্থনীতির দেশের নেতাদের নিয়ে প্রতিবছর আয়োজন করা হয় জি টোয়েন্টি সম্মেলন।