ব্রাজিলের আমাজোনাস রাজ্যের মানাকাপুরুর একটি বন্দর এলাকায় ভূমিধসে কমপক্ষে দুইশ জনেরও বেশি মানুষ মাটি চাপা পড়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার ভূমিধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রিও ডি জেনেরিওর দমকলকর্মী জানায়, আমাজনের পাড়ে টেরা প্রেটা বন্দর এলাকার ভূমি আকস্মিকভাবে ধসে পড়ে। এই ভূমিধসের কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মূলত, ওই বন্দরটি নির্মাণাধীন ছিল। এরপরও পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো এটি। দুর্ঘটনার সময় বন্দরটিতে ২০০ জনেরও বেশি মানুষ পণ্য উঠানো-নামানোর কাজ করছিল।
এক বিবৃতিতে মানাকাপুরুর কাউন্সিল জানায়, বেসামরিক বাহিনী, সামরিক দমকলকর্মী ও অন্যান্য উদ্ধারকর্মীরা ভূমিধসে চাপাপড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।