দক্ষিণ কোরিয়া জয়েন্ট চিফস অব স্টাফের বিবৃতিতে আরও বলা হয়, তাদের দেশের সেনাবাহিনী নজরদারি এবং সতর্ক পাহারা জোরদার করেছে। তারা যুক্তরাষ্ট্রকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে এবং সম্পূর্ণ অবস্থায় আছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৫৫০ কিলোমিটার উঁচু দিয়ে প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। দেশটির জ্যেষ্ঠ সহকারী প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো বলেছেন, ‘এ ধরনের কর্মকাণ্ড আমাদের দেশের, এ অঞ্চলের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। এটা একেবারেই অগ্রহণযোগ্য।’
চলতি বছর কোরীয় উপত্যকায় সামরিক উত্তেজনা বাড়তে দেখা গেছে। পিয়ংইয়ং নজিরবিহীনভাবে বেশ কিছু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর এ উত্তেজনা তৈরি হয়েছে। গত মাসে উত্তর কোরিয়া তাদের এযাবৎকালের সবচেয়ে অত্যাধুনিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।