ব্যাটিংয়ে প্রভসিমরান, বোলিংয়ে নায়ক অর্শদীপ; পন্তের লক্ষ্ণৌকে হারিয়ে দুইয়ে পাঞ্জাব

0
13
১৬ রানে ৩ উইকেট নিয়েছেন পাঞ্জাবের অর্শদীপ সিং, এএফপি

দিনের প্রথম ম্যাচে ৫ রানের জন্য সেঞ্চুরি পাননি রিয়ান পরাগ। তাঁর দল রাজস্থান রয়্যালস ১ রানে হেরে গেছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। দিনের দ্বিতীয় ম্যাচে ৯ রানের জন্য সেঞ্চুরি পাননি প্রভসিমরান সিংহ। তবে ধর্মশালায় তাঁর পাঞ্জাব কিংস জয় নিয়েই মাঠ ছেড়েছে।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ৩৭ রানে হারিয়ে প্লে-অফে খেলার স্বপ্ন উজ্জ্বল করেছে পাঞ্জাব। অন্যদিকে এই হারে প্লে-অফ খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল লক্ষ্ণৌর। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে পাঞ্জাব। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে লক্ষ্ণৌ। লিগ পর্বের শীর্ষ চারটি দল সুযোগ পাবে প্লে-অফে।

ফিফটির পর প্রভসিমরান সিংএএফপি

ওপেনার প্রভসিমরানের ৪৮ বলে করা ৯১ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ২৩৬ রান করে পাঞ্জাব। রান দাঁড়ায় ৭ উইকেটে ১৯৯ রান করতে পারে লক্ষ্ণৌ। শুধু প্রভসিমরানই নন, পাঞ্জাবের জয়ে বড় ভূমিকা রেখেছেন পেসার অর্শদীপ সিংও। নিজের প্রথম তিন ওভারে মাত্র ১০ রান দিয়ে এই বাঁহাতি পেসার তুলে নেন মিচেল মার্শ, এইডেন মার্করাম ও নিকোলাস পুরানের উইকেট। পঞ্চম ওভারে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা লক্ষ্ণৌ এরপর শুধু ব্যবধান কমানোর জন্যই খেলতে পেরেছে। প্রথম স্পেলে ৩ উইকেট নেওয়া অর্শদীপ শেষ পর্যন্ত ৪ ওভারে দিয়েছেন ১৬ রান।

রান তাড়ায় লক্ষ্ণৌর হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন আয়ুশ বাদোনি। পাঁচে নামা ব্যাটসম্যানের ৪০ বলের ইনিংসটি সাজানো ৫টি করে চার-ছক্কায়। এ ছাড়া সাতে নেমে ২৪ বলে ৪ ছক্কায় ৪৫ রান করেছেন আবদুল সামাদ।

৭৪ রান করার পথে আয়ুশ বাদোনি, এএফপি

এর আগে প্রথম ওভারেই প্রিয়াংশ আর্যকে (১) হারায় পাঞ্জাব। এরপর জশ ইংলিস (১৪ বলে ৩০) ও শ্রেয়াস আইয়ারের (২৫ বলে ৪৫) সঙ্গে ৪৮ ও ৭৮ রানের দুটি জুটি গড়েন প্রভসিমরান। ৬ চার ও ৭ ছক্কায় ৯১ রান করা প্রভসিমরান পঞ্চম উইকেটে শশাঙ্ক সিংকে নিয়ে ২১ বলেই যোগ করেন ৫৪ রান। শশাঙ্ক অপরাজিত ছিলেন ১৫ বলে ৩৩ করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.