ব্যাখ্যা দিতে আজ ইসিতে যাচ্ছেন আজমত উল্লা

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

0
126
আজমত উল্লা খান

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের ব্যাপারে ব্যাখ্যা দিতে আজ রোববার বেলা তিনটায় নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান।

নির্বাচনের প্রচার শুরুর আগেই দুই দফা আচরণবিধি ভাঙার অভিযোগে তাঁর প্রার্থিতা কেন বাতিল করা হবে না, এই প্রশ্নে ব্যাখ্যা দিতে কমিশনে যেতে হচ্ছে তাঁকে।

গত ২৭ এপ্রিল ছিল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওই দিন মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে আজমত উল্লা খান আচরণবিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ ওঠে।

তবে রিটার্নিং কর্মকর্তা তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এর দুই দিন পর ৩০ এপ্রিল ইসি আজমত উল্লাকে ঢাকায় সশরীর এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলে।

এর মধ্যে গত বৃহস্পতিবার তিনি আবারও আচরণবিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ ওঠে। সেদিন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল সভা করে মেয়র পদপ্রার্থী আজমত উল্লা খানের পক্ষে ভোট চান।

যেখানে আজমত উল্লা খানও উপস্থিত ছিলেন। এ ক্ষেত্রে প্রতিমন্ত্রী নিজেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনার পর বৃহস্পতিবার ইসি আবারও চিঠি দেয় আজমত উল্লা খানকে।

আচরণিবিধি লঙ্ঘনের দায়ে কেন তাঁর প্রার্থিতা বাতিল করা হবে না, সে বিষয়ে ৭ মে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়।

তবে ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কমিশন শক্ত কোনো অবস্থান নেয়নি। আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি গোচরে নেওয়ার জন্য তাঁর একান্ত সচিবকে চিঠি দিয়েছে কমিশন।

মেয়র পদপ্রার্থী আজমত উল্লা খান  বলেন, নির্বাচন কমিশন যেহেতু তাঁকে ব্যক্তিগতভাবে যেতে বলেছে, তিনি নির্ধারিত সময়ে যাবেন। তিনি নিজের বক্তব্য কমিশনে তুলে ধরবেন। কমিশন যদি মনে করে লিখিত বক্তব্য দেওয়া প্রয়োজন তিনি সেটাও দেবেন।

সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। কোনো প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে কোনো বিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমান বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে।

এ ছাড়া কমিশন চাইলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কোনো প্রার্থীর প্রার্থিতাও বাতিল করতে পারে। তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র পদপ্রার্থীর প্রার্থিতা বাতিলের নজির দেখা যায় না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.