পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবনের কারণে বারবার আলোচনায় উঠে আসেন তামান্না ভাটিয়া। সর্বশেষ প্রেমিক বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের কারণে বেশ কিছুদিন আলোচনায় ছিলেন। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে তামান্না এবং বিজয় কেউই মুখ খোলেননি। ভারতীয় এ অভিনেত্রী চলচ্চিত্র জগতে কুড়ি বছর ভ্রমণ পূর্ণ করেছেন। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামান্না চলচ্চিত্রে কুড়ি বছরের ভ্রমণ ও নিজের জীবনের কিছু তথ্য প্রকাশ করেছেন। অভিনেত্রী জানালেন, সবার সঙ্গে মিলেমিশে থাকতে তিনি পছন্দ করেন।

মানুষ হিসেবে আদপে কেমন, সাক্ষাৎকারে এমনটাই জানালেন তামান্না। অভিনেত্রীর ভাষ্যে, ‘এটা ঠিক আমি ব্যক্তিগত বিষয়গুলো গোপন করি। তবে আমি সেসব কথাই প্রকাশ্যে বলি, যা আমার ঠিক মনে হয়। মানুষের সঙ্গে মেলামেশা করতে আমার ভালো লাগে। বিমানবন্দরে মানুষের সঙ্গে আমি হাসিখুশি ছবি তুলি। আমি নিজের ইচ্ছাতেই এ পেশাকে বেছে নিই। আর মানুষের মাঝে থাকাটা আমি উপভোগ করি।’ অভিনেত্রী আরও জানিয়েছেন অপরিচিত মানুষের সঙ্গে কথা বলা তাঁর পছন্দ। ‘আমার মনে হয় এর মাধ্যমে আমি নতুন নতুন বিষয় জানার সুযোগ পাব। আমি সেই সব কথাই অন্য কারও সঙ্গে ভাগ করে নিই, যার কারণে আমার কোনো সমস্যা হবে না।’ বললেন তামান্না।

১৯৮৯ সালের ২১ ডিসেম্বর মুম্বাইয়ের ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন তামান্না। বাবা হীরা ব্যবসায়ী। ১৩ বছর বয়স থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত অভিনেত্রী। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অভিনয় দেখেই প্রথম অভিনয়ের প্রস্তাব পান। বেশ কিছুদিন থিয়েটারে কাজ করেন তামান্না। ২০০৫ সালে চাঁদ সা রোশন চেহেরা সিনেমার মাধ্যমে এ জগতে পা রেখেছিলেন তামান্না। মাত্র ১৫ বছর বয়সেই নায়িকা হিসেবে দর্শকদের সামনে হাজির হন তিনি। যদিও সিনেমাটি ফ্লপ হয়েছিল। একই বছর তেলেগু সিনেমাতেও অভিষেক হয় তামান্নার। এর এক বছর পর তামিল সিনেমায়।
২০ বছরে তিনি প্রায় ৮৬টি ছবিতে কাজ করেছেন। এই ২০ বছরের ভ্রমণ নিয়ে তামান্নার ভাবনা কী? জানতে চাইলে তামান্না বলেছেন, ‘আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, তা আমার জীবনের এক বিশাল উত্তরণ। আমি বুঝেছি যে প্রতিটা চড়াই-উতরাই কেন আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আমার জীবনে ভালো ও মন্দ দুই–ই এসেছে। মন্দ সময়ের জন্য আমার কোনো অনুতাপ নেই, আমি বিব্রত নই। বরং জীবনের ভ্রমণের সময় প্রতিটি অভিজ্ঞতার প্রতি আমি কৃতজ্ঞ। আর এ সবকিছুই আমাকে আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। জীবনের প্রতিটি ঘাত-প্রতিঘাত আমাকে নতুন সুযোগ এনে দিয়েছে। আমাকে আরও মজবুত এবং সমৃদ্ধ করেছে।’

সর্বশেষ স্ত্রী-২ সিনেমার ‘আজ কি রাত মজা হুসনো কি’ গানের সঙ্গে নতুন এক তামান্না ভাটিয়াকে আবিষ্কার করেছেন দর্শক। গানটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে রাতারাতি ট্রেন্ডিংয়ে পৌঁছে যায়, বেশ কিছুদিন ট্রেন্ডিংয়ে ছিল।