এবারের বিপিএলকে ইতিহাসের সেরা বিপিএল বানানোর চেষ্টার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলকে বিশ্বমানের বানাতে বিসিবির সঙ্গে মাঠে থাকবে বাংলাদেশ সরকারও। পুরো দেশেই ক্যাম্পেইন চলবে, বেশ কয়েকটি মন্ত্রণালয় কাজও করবে। পাশাপাশি বিভিন্ন আয়োজনে থাকবেন, বিদেশি অনেক তারকা- এমন কথা জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
নাজমুল আবেদীন ফাহিম বলেন, আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যদি মাঠে আসেন, সেখানে যদি বক্তৃতা দেন, সেটি এর ব্যপ্তি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বিদেশ থেকে বিখ্যাত কোন ফুটবলার বা হলিউড তারকাকেও দেখা যেতে পারে বলেও জানান তিনি। এক্ষেত্রে টুর্নামেন্টটি বৈশ্বিকভাবে আরও বিস্তৃত হবে, কারণ আন্তর্জাতিক মিডিয়ার কল্যাণে এর প্রচার আরও বাড়বে।
তিনি আরও বলেন, বিপিএল উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে। শুধু বিপিএলের স্টেডিয়ামেই নয়, সারা দেশব্যাপী এই অনুষ্ঠান চলবে। এসময় জেলা পর্যায়েও বিপিএল উপলক্ষে ছোট-বড় অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে আশ্বাস দেন নাজমুল আবেদীন ফাহিম।
বৃটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের মতে, শুধু শেষ দুই বছরেই বিপিএলে অন্তত ৩০টি দুর্নীতির খবর পাওয়া গেছে। বিসিবি আইসিসি এন্টি করাপশন ইউনিট ব্যবহার করে না বলেও অভিযোগ আছে। সামনের বিপিএলে কি বদল আসতে যাচ্ছে, এমন ইস্যুতে নাজমুল আবেদীন ফাহিম জানান, এ ব্যাপারটা আমরা অনেক শক্তভাবে দেখবো। এ ব্যপারে আমরা সতর্ক থাকবো সেইসাথে আমরা কোথাও এমন কিছু পেলে আমরা অবশ্যই পদক্ষেপ নেবো।
আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু এবারের বিপিএল। অনেকগুলো লিগের সাথে সূচিসংক্রান্ত জটিলতা থাকার ফলে এই আসরে ভালোমানের বিদেশি ক্রিকেটারের আগমন হবে খুবই কম। তবে মাঠের বাইরে সঠিক ব্যবস্থাপনা ও আয়োজনের ফলে ক্রিকেট ভক্তদের কাছে দারুণ একটি আসর উপহার দিতে প্রস্তুত বিসিবি।
উল্লেখ্য, এবারের বিপিএলে একবারের টুর্নামেন্টসেরা তামিম থাকলেও চারবারের টুর্নামেন্টসেরা সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা সেটাও বড় প্রশ্ন। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শিরোপা জেতা মাশরাফী বিন মোর্ত্তজার খেলাও রয়েছে শঙ্কার মধ্যে। আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের সবচেয়ে বড় দুই নামই যদি না থাকেন; বিপিএল কি জমবে? এমন পরিস্থিতিতেও বিসিবির চাওয়া এবারের বিপিএল রাজ করবে দেশ থেকে বিদেশেও।