বেলিংহামের লাল কার্ডের পর পয়েন্ট হারিয়ে বিপদে রিয়াল

0
15
বেলিংহামের লাল কার্ডেই বদলে গেছে রিয়ালের ভাগ্য, এএফপি

ওসাসুনা ১ : ১ রিয়াল মাদ্রিদ

ওসানুসার সঙ্গে ১–১ গোলে ড্র করে বিপদে পড়ল রিয়াল মাদ্রিদ। শুরুতে অবশ্য সব ঠিকঠাকই এগোচ্ছিল। ১৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যাওয়ার পর আধিপত্য বিস্তার করেই খেলছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু কার্লো আনচেলত্তির সব পরিকল্পনা এলোমেলো হয়ে যায় ৩৮ মিনিটে।

রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে লাল কার্ড দেখে বসেন জুড বেলিংহাম। মুহূর্তের মধ্যে একজন কমে যাওয়ায় নতুন বাস্তবতায় খেলা শুরু করতে হয় রিয়ালকে। এরপরও প্রথমার্ধে লিডটা ধরে রেখেছিল তারা। বিরতিতে যায় ১–০ গোলে।

কিন্তু পরিস্থিতি বদলে যায় ম্যাচের দ্বিতীয়ার্ধে। ১০ জনের দল নিয়ে বলদখল ও আক্রমণে এগিয়ে থাকলেও ওসাসুনাকে আটকে রাখার জন্য সেটা মোটেই যথেষ্ট ছিল না। ৫৬ মিনিটে ওসাসুনা আদায় করে নেয় পেনাল্টি। ভিএআরের সহায়তা নেওয়ার পরও সিদ্ধান্ত বদলাননি রেফারি।

স্পট কিক থেকে লক্ষ্য ভেদ করে স্বাগতিকদের সমতায় ফেরান আন্তে বুদিমির। ম্যাচের বাকি সময় একজন কম নিয়ে রিয়াল চেষ্টা করেছিল ম্যাচে ফেরার, কিন্তু কিছুতেই কিছু হয়নি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় রিয়ালকে।

এমবাপ্পের গোলও জেতাতে পারেনি বার্সাকে
এমবাপ্পের গোলও জেতাতে পারেনি বার্সাকেএক্স

এ ড্রয়ের পর এখন শঙ্কায় পড়ল রিয়ালের শীর্ষ স্থান। আজ রাতের অন্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদ খেলবে সেল্তা ভিগোর বিপক্ষে। সেই ম্যাচে আতলেতিকো জিতলে রিয়ালকে টপকে শীর্ষে উঠবে তারাই। এরপর সোমবার রাতের ম্যাচে যদি বার্সেলোনা রায়ো ভায়েকানোকে হারায় তবে রিয়াল নেমে যাওয়ার সম্ভাবনাও আছে।

ফলে ওসাসুনার বিপক্ষে পয়েন্ট হারানো রিয়ালের জন্য বড় ধাক্কা হয়েই এল। আজ শনিবার রাতে ওসাসুনা ম্যাচের পর ২৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫১। এক ম্যাচ কম খেলে, অর্থাৎ ২৩ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৪৯। আর বার্সেলোনার পয়েন্ট ২৩ ম্যাচে ৪৮।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.