বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

0
122
বেনাপোল বন্দর

ভারতে বিশ্বকর্মা পূজায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে মালামাল উঠানামাসহ খালাস প্রক্রিয়া অব্যাহত রয়েছে। চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বনগাঁ মহকুমা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রভাষ পাল বলেন, শ্রমিকরা যাতে বিশ্বকর্মা পূজায় যোগ দিতে পারেন সেজন্য পণ্য পরিবহন বন্ধ রাখা হয়েছে। বিষয়টি চিঠি দিয়ে পেট্রাপোল বন্দর ও কাস্টমসকে জানানো হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মো. আজিজ খান বলেন, বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভারতে শ্রমিকদের ছুটি দিয়েছে। তাই বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বেনাপোল কাস্টম হাউসে পণ্য শুল্কায়ন, পরীক্ষণ ও খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, বেনাপোল স্থল বন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম চালু রয়েছে। পাসপোর্টধারী যাত্রীরা যাওয়া-আসা করতে পারছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.