বৃষ্টিতে প্রথম দিন পরিত্যক্ত, হয়নি টসও

রাওয়ালপিন্ডি টেস্ট

0
35
অলস সময় কাটাচ্ছেন ক্যামেরাপার্সনরা, রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন, এএফপি

টানা বৃষ্টিতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টার একটু পরই এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়। প্রথম দিন টসই হতে পারেনি।

এ টেস্টের প্রথম দিনকে ঘিরে আবহাওয়ার পূর্বাভাস সুবিধার ছিল না মোটেও। বৃষ্টি ও ভেজা মাঠের কারণে শুরুতে বিলম্বিত হয় টস। মাঝে আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণের সময় নির্ধারণ করলেও বৃষ্টির কারণে হতে পারেনি সেটিও।

বাংলাদেশ সময় ১১টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও এর কিছুক্ষণ আগে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, তখন পর্যন্ত হোটেলেই ছিলেন দুই দলের খেলোয়াড়রা।

টানা বৃষ্টিতে ভেসে গেছে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন, এএফপি

শুক্রবার বলে প্রথম সেশন হওয়ার কথা ছিল বর্ধিত। তবে প্রথম সেশনে যে খেলা সম্ভব নয়, সেটি বোঝা যায় আগেভাগেই। খেলা যখন পরিত্যক্ত ঘোষণা করা হয়, তখনো দুই সেশনের মতো বাকি ছিল দিনে। তবে বৃষ্টির তোপ এমনই যে আম্পায়াররা আর খেলা শুরুর সম্ভাবনা দেখেননি।

এর আগে প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টি বাগড়া দিলেও খেলা হতে পেরেছিল ৪১ ওভার। আজ হতে পারল না একটি বলও।

প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। এ টেস্ট ড্র হলেও বাংলাদেশ পাবে ঐতিহাসিক এক সিরিজ জয়ের দেখা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.