বুবলীর ডাবল, হলেও আছেন ওটিটিতেও আছেন

0
12
বুবলী। ফেসবুক থেকে

কয়েক বছর ধরেই ঈদ উৎসবে নিয়মিত শবনম বুবলী। কোনো ঈদে তাঁর একাধিক সিনেমাও মুক্তি পেয়েছে। গত বছর পবিত্র ঈদুল ফিতরে বুবলী অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছিল। এবারের ঈদেও তাঁর অভিনীত ‘জংলি’ ও ‘পিনিক’ সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা ছিল। ‘জংলি’ মুক্তি পেলেও শেষ পর্যন্ত পিছিয়েছে গেছে ‘পিনিক’। তবে ঈদে বুবলীর ‘ডাবল’ মিস হচ্ছে না। অভিনেত্রীর আরেকটি সিনেমা ‘ছায়া’ সরাসরি মুক্তি পাচ্ছে ওটিটিতে।

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ওয়াজেদ আলী নির্মাণ করেছেন ‘ছায়া’।

‘ছায়া’ সিনেমার দৃশ্য। ফেসবুক থেকে
‘ছায়া’ সিনেমার দৃশ্য। ফেসবুক থেকে

২০২৩ সালে শুটিং হওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম হিসেবে। গল্পে দেখা যাবে, অনাথ দুই ভাই–বোন অনাদরে বড় হয়। একসময় তাদের ঘরে আসে সৎমা। সেই মা মারা গেলে মেয়েটির ওপর হত্যার অভিযোগ দেওয়া হয়। এতে দুই শিশুর চরিত্রে অভিনয় করেছে সিমরিন লুবাবা ও অর্ণিল।

সিনেমাটি নিয়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নির্মাতা বলেন, ‘শিশুদের গল্প নিয়ে আমাদের দেশে খুব একটা কাজ হয় না। কিন্তু আপনি বিদেশি ইন্ডাস্ট্রিগুলোর দিকে খেয়াল করলে দেখবেন, প্রতিবছর শিশুদের নিয়ে নানা রকম সিনেমা নির্মাণ করা হয়। আমাদের দেশে এই প্র্যাকটিস নেই বললেই চলে। সেই ধারণা থেকে বের হতে ছায়া সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নিই।

‘ছায়া’ সিনেমায় দুই শিশুশিল্পী ও বুবলী ছাড়াও আছেন পল্লব, আসিফ নূর প্রমুখ। ঈদের দিন আইস্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.