ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন, প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো কখনো ফেসবুক পোস্ট, কখনো মন্তব্য, সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।

‘হারানো বিকেলের গল্প’, ‘একদিন ঘুম ভাঙা শহরে’, ‘হৃদয়…কাদামাটির কোনো মূর্তি নয়’, ‘আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে’, ‘যতীন স্যারের ক্লাসে’, ‘প্রেম প্রেমের মতো’, ‘সময় যেন কাটে না’সহ অনেক জনপ্রিয় গানের কথা যিনি লিখেছেন, তিনি শহীদ মাহমুদ জঙ্গী। এই গীতিকার তাঁর ফেসবুকে লিখেছেন, ‘গতকাল থেকে সবাই ইনবক্সে পাঠাচ্ছে সম্মিলিতভাবে গাওয়া “আজ যে শিশু” গানের ভিডিও। পিলু খান জানাল, গানটি আবার ভাইরাল হয়েছে। আগেও একই অবস্থা দেখেছি, তবে এবার মনে হয় আরও বেশি হলো।’ একই পোস্টে পৃথিবীর সব শিশু বিপদমুক্ত থাকার আহ্বান জানিয়ে এই গীতিকার লিখেছেন, ‘আমাদের দেশে বেশ কয়েকটি অটিজম ফাউন্ডেশন আছে—যারা বাচ্চাদের স্কুল পরিচালনা করে, এ ধরনের স্কুলে যাওয়ার সুযোগ হয়েছে। স্কুলের শিশুরা যখন প্রাণ খুলে এই গান গায়, তখন চোখ ভিজে আসে। মনে হয়, এই গান লেখা জীবনের শ্রেষ্ঠ অর্জন। পৃথিবীর সকল শিশু বিপদমুক্ত থাকুক। আনন্দে থাকুক, ভালো থাকুক।’

বিনোদন অঙ্গনে দুই যুগ ধরে কাজ করছেন সজল। উপস্থাপনা, মডেলিং এবং টেলিভিশন নাটক হয়ে একটা সময় চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০১০ সালে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। এখন নিয়মিত চলচ্চিত্রে কাজ করার চেষ্টা করছেন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে সজল অভিনীত ‘জ্বীন ৩’ চলচ্চিত্র মুক্তি পাবে। এই অভিনেতা নিজের স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘বুকে বইছে প্রেমের বন্যা রে…’।

২০২৩ সালের ঈদুল ফিতরে মুক্তি পায় শিহাব শাহীন পরিচালিত সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’। এবারের ঈদুল ফিতরে এই সিরিজের সিজন ২। এরই মধ্যে প্রচারণা শুরু হয়েছে। এবারও অভিনয়ে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। সিরিজের একটি ফটোকার্ড শেয়ার করে মিথিলা তাঁর ফেসবুকে লিখেছেন, ‘তই তই তই তই তই! অ্যালেন-এর ৪০০ কোটি কই? শিহাব শাহীন পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ “মাইসেলফ অ্যালেন স্বপন সিজন ২” আসছে এই ঈদে!’

পরিচালক জাহিদ প্রীতমের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’ মুক্তির পর নতুন করে আলোচনায় তানজিন তিশা। এ কারণে পরিচালকের প্রতি কৃতজ্ঞ এই অভিনয়শিল্পী। নিজের ফেসবুকে লিখেছেন, ‘অনেক দিন ধরে ভাবছি, প্রীতম ভাইকে নিয়ে কিছু একটা লিখব, কিন্তু এত কথা বলতে চাই যে এখনো গুছিয়ে লিখে উঠতে পারিনি। তাই যখনই কোনো ইন্টারভিউতে যাই, আমি শুধু প্রীতম ভাইয়ের কথা বলি, সবকিছুর পেছনে রয়েছেন প্রীতম ভাইয়া। পরিচালকেরা পরিচালনা করেন, শিল্পীরা অভিনয় করে, কিন্তু তুমি এমন একজন পরিচালক, যে প্রতিটা শিল্পীকে নতুন করে জন্ম দেয়—যেমনটা আমাকে তুমি নতুন করে উপস্থাপন করেছ। একটু সন্দেহ থাকলেও, সেই আস্থাটা আমার পুরোপুরি ছিল।’

সময়ের আলোচিত গায়ক রেহান রাসুল। সর্বশেষ ওয়েব ফিল্ম ‘আমলনামা’য় তাঁর গাওয়া মনের মানুষ গানটি প্রশংসিত হয়েছে। ঈদে আসবে একাধিক নতুন গান। সময়ের জনপ্রিয় এই গায়ক তাঁর ফেসবুকে লিখেছেন, ‘যখন কেউ নিজেকে বড় দেখাতে গিয়ে অন্যকে কাজে নয়; বরং কথায় ছোট করা শুরু করে, তখন কে ছোট আর কে বড় বুঝতে বাকি থাকে না।’